Sachin Tendulkar: ১০০০ তম ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল, শুভেচ্ছা সচিন তেন্ডুলকরের

৬ ফেব্রুয়ারি থেকে তিন ম‍্যাচের একদিনের সিরিজের আসর বসতে চলেছে আমেদাবাদে।

৬ ফেব্রুয়ারি আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের ( West Indies) বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজের প্রথম ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল ( India Team)। আর সেটিই হল ১০০০তম একদিনের ম্যাচ ভারতীয় দলের। আর সেই ম্যাচে মাঠে নামার আগে ভারতীয় দলকে শুভেচ্ছায় জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তিনি বলেন, তাঁর মতে ১০০০তম একদিনের ম্যাচ খেলা শুধু ভারতীয় দলের সাফল্য নয়, আসমুদ্র হিমাচলের সাফল্য।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় সচিন বলেন, “১০০০তম একদিনের ম্যাচ খেলা অনেক বড় মুহূর্ত। বিশাল মাইলস্টোন। সেই ১৯৭৪ সালে একদিনের ক্রিকেটে আমাদের পথচলা শুরু হয়েছিল। এটা একমাত্র সম্ভব হয়েছে বর্তমান ও প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট প্রশাসকদের জন্যই। সবচেয়ে গুরুত্বপূর্ণ যা বলতেই হবে আমাদের ক্রিকেট, আমাদের দলের জন্য যাঁরা আগে, অতীতে গলা ফাটিয়েছেন, যাঁরা বর্তমানেও গলা ফাটাচ্ছেন প্রত্যেকের জন‍্যই আজ আমরা এই জায়গায় পৌঁছোতে পেরেছি।”

৬ ফেব্রুয়ারি থেকে তিন ম‍্যাচের একদিনের সিরিজের আসর বসতে চলেছে আমেদাবাদে। সেই একদিনের সিরিজে দর্শক থাকবে না তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:Surajit Sengupta: শারীরিক অবস্থার কিছুটা উন্নতি সুরজিৎ সেনগুপ্তের

Previous articleZ ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাখ্যান, দোষীদের বিরুদ্ধে UAPA ধারায় মামলার দাবি ওয়েইসির
Next articleYogi Adityanath: যোগী আদিত্যনাথের সম্পত্তিতে দামি বন্দুক, রিভলবার!