Lata Mangeshkar: লতার প্রয়াণে অর্ধ দিবস ছুটি,১৫ দিন বাজবে গান, ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রয়াত লতা মঙ্গেশকর। প্রবাদপ্রতিম সংগীত শিল্পীকে শ্রদ্ধা জানাতে সোমবার অর্ধ ছুটির ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এমনকী আগামী ১৫ দিন কিংবদন্তী সঙ্গীত শিল্পীর গাওয়া গান রাজ্যের বিভিন্ন জায়গায় বাজানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:Mamata Bandyopadhaya: লতাজির দেওয়া মা কালীর লকেট যত্নসহকারে রেখে দিয়েছি
অন্যদিকে রবীন্দ্রসদনে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধাজ্ঞাপনের জন্য অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন তাঁর ভক্ত ও অনুরাগীরা।

রবিবার সকাল ৮টা ১২ মিনিটে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী-সহ অসংখ্য মানুষ।

Previous articleবিজেপির এক পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ
Next articleAntra Reaction: “সলিলদার গান আমার মতো ভালো কেউ গাইতে পারবে না” মজা করে বলেছিলেন লতাজি