লতা মঙ্গেশকরের প্রয়াণে মাঘ উৎসব বাতিল বিশ্বভারতী কর্তৃপক্ষের

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জীবনাবসানে শোকস্তব্ধ গোটা দেশ। এই কারণে তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে শততম শ্রীনিকেতন প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবের ( মাঘ উৎসব) রবিবারের সন্ধ্যার অনুষ্ঠান বাতিল করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। শ্রীনিকেতন কর্মী সংঙ্ঘের তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উল্লেখ্য, ১৯৯৭ সালে বিশ্বভারতীর সর্বোচ্চ পুরস্কার দেশিকোত্তম উপাধি দিয়ে লতা মঙ্গেশকর কে সম্মানিত করা হয়। স্বাভাবিকভাবেই তাঁর প্রয়াণে সংস্কৃতি প্রতিষ্ঠান বিশ্বভারতীতে নেমে এসেছে শোকের ছায়া। তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাতে শান্তিনিকেতনের উপাসনা গৃহে আগামী বুধবার বিশেষ উপাসনা হবে বলে জানা গিয়েছে বিশ্বভারতী সূত্রে।

আরও পড়ুন- ভোটের আগে ফের ভাটপাড়ায় তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি

Previous articleLata Mangeshkar: শিল্পী হিসেবে লতাজির মুল্যবোধ আমাকে সবসময় আকর্ষণ করেছে: ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়
Next articleLata Mangeshkar: কিংবদন্তি লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়ামহলে, শোকজ্ঞাপন সৌরভ, বিরাট, মিতালি রাজদের