Weather Forecast:বিদায় বেলায় শীতের ঝোড়ো ইনিংস, আগামী ৪৮ ঘণ্টায় বাড়বে তাপমাত্রা

এ যেন ক্রিজে টিকে থাকার লড়াই। মাঘের শেষে স্লগ ওভারে ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে শীত। সোমবার ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে মুখ ঢেকেছে শহর।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস আরও দু’দিন থাকবে শীতের আমেজ। তারপর থেকেই তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা যাবে।

আরও পড়ুন:Babul Supriyo: গোয়ায় প্রচারে গিয়ে আক্রমণের শিকার বাবুল, টুইটে জানালেন তৃণমূল নেতা

সোমবার তিলোত্তমার আকাশ পরিষ্কার। থাকবে বলে জানিয়েছে আলিপুর। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩.২ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এরপর থেকে সর্বোচ্চ তাপমাত্রা এক ডিগ্রি বাড়বে। এই ভাবে ধাপে ধাপে তাপমাত্রা বাড়তে থাকবে বলে পূর্বাভাস।

এবার শীতের ইনিংস শুরু করতেই বারেবারে বাধা পড়েছে ঠান্ডা। প্রকৃতির খামখেয়ালিপনায় বাধ সেজেছে বৃষ্টি। কোথাও হয়েছে শিলাবৃষ্টি । সমতলে বৃষ্টিও হয়েছে তেমন উত্তরবঙ্গে তুষারপাত। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, লেপ-কম্বলের দিন শেষ। তবে আরও কয়েকদিন রাজ্যে বজায় থাকবে শীতের আমেজ।

Previous articleসার্থক ভাবে অনুষ্ঠিত হল অখিল ভারত হিন্দু মহাসভার প্রথম রাজ্য সম্মেলন
Next articleYuzvendra Chahal: ‘রোহিত এবং বিরাটের পরিকল্পনাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাফল্য’: চ‍্যাহাল