Babul Supriyo: গোয়ায় প্রচারে গিয়ে আক্রমণের শিকার বাবুল, টুইটে জানালেন তৃণমূল নেতা

ফাইল ছবি

ভোটমুখী গোয়ায় প্রচারে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন বলে অভিযোগ তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়র। রবিবার ভোট প্রচারের সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর উপর হামলা চালায় এক দুষ্কৃতী, টুইটারে এমনটাই জানিয়েছেন বাবুল।

আরও পড়ুন:16Akrur Dutta Lane, কলকাতার এই বাড়ির আনাচে-কানাচেও ছড়িয়ে সুর সম্রাজ্ঞীর স্মৃতি

টুইটারে বাবুল লেখেন, ‘গোয়ার স্থানীয় একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত দুষ্কৃতী আমার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। কংগ্রেস ও বিজেপি-র মতো দুই জাতীয় দলের আশীর্বাদেই নির্বাচনে লড়ছে ওই দলটি। কিন্তু নিরাপত্তাক্ষীদের জন্য আমি রক্ষা পেয়েছি।’’


তাঁর উপর হামলার ঘটনা নিয়ে একের পর এক টুইট করেছেন বাবুল (Babul Supriyo)। জানিয়েছেন, ওই ঘটনার পর সঙ্গে সঙ্গেই পুলিশ চলে আসে সেখানে। তবে তিনি এখনও কোনও লিখিত অভিযোগ জানাননি। টুইটারে বাবুল আরও লেখেন, ‘মানুষের কাছে ভোট চাওয়া প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার। আমি একাই ওই দুষ্কৃতীকে শায়েস্তা করতে পারতাম। কিন্তু তত ক্ষণে পুলিশ চলে এসেছে।’

Previous articleজাপানি অ্যানিমেশন ওয়েব সিরিজ দেখার পরই ১১তলা থেকে ঝাঁপ কিশোরের
Next articleসার্থক ভাবে অনুষ্ঠিত হল অখিল ভারত হিন্দু মহাসভার প্রথম রাজ্য সম্মেলন