Thursday, August 21, 2025

Mamata: খেলা হবে, অখিলেশ জিতবে: উত্তরপ্রদেশ থেকে বিজেপি হটানোর ডাক মমতার

Date:

উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সমর্থনে অখিলেশ যাদবকে (Akhilish Yadav) পাশে নিয়ে লখনউতে (Lakhnow) জনসভার পরে যৌথ সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর সেখান থেকেই ফের তুললেন “খেলা হবে” স্লোগান। ২০২১-এ বাংলায় বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রধান স্লোগান ছিল “খেলা হবে”। তৃণমূল নেত্রী বললেন বিজেপিকে তাড়াতে হবে। “খেলা হোগা, অখিলেশ জিতেগা”। দুর্নীতিগ্রস্ত বিজেপি (Bjp ) সরকারকে উত্তর প্রদেশ থেকে নির্মূল করার বার্তা দিলেন মমতা।

উত্তরপ্রদেশের অনেক জায়গাতেই রয়েছেন বাঙালিরা। তাদের জন্য কী বার্তা দিতে চান তৃণমূল নেত্রী? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মমতা বলেন, “বাঙালি-অবাঙালিদের মধ্যে আমি কোনও ফারাক করি না। সবাইকে বলব অখিলেশকে সমর্থন করতে।” ৩ মার্চ বারাণসীতে ফের সমাজবাদী পার্টির সমর্থনে জনসভা করতে যাবেন বলে জানান মমতা।

পেগাসাস নিয়ে প্রশ্নের উত্তরে মন্ত্রী ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন। বলেন, “সব জায়গায় পেগাসাস কাণ্ড ঘটাচ্ছে বিজেপি।” বাংলার তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন মমতা। মোদি সরকারের বিরুদ্ধে কটাক্ষ করে বলেন, কোভিডের সময় “লোক দেখাতে” কেন্দ্র ছমাসের জন্য ৫ কেজি চাল দিয়েছিল। কিন্তু বাংলায় রাজ্য সরকার বিনামূল্যে ৬ কেজি চাল এখনও দিচ্ছে।

কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে গিয়ে অখিলেশের হয়ে প্রচার করতে হচ্ছে? কেনই বা বিজেপিকে তাড়াতে তিনি ঐক্যবদ্ধ আন্দোলনের কথা বলছেন? তাহলে কি একা সমাজবাদী পার্টি উত্তর প্রদেশ থেকে বিজেপিকে হারাতে পারবে না? এর উত্তরে তৃণমূল সুপ্রিমো স্পষ্ট জানান, “বিজেপিকে হারাতে অখিলেশ একাই যথেষ্ট। কিন্তু লড়াইয়ের সময় সবাইকে জোটবদ্ধ হতে হয়।”

যেভাবে বাংলায় নির্বাচনী প্রচারে গিয়ে রীতিমতো হাতে ফুটবল নিয়ে “খেলা হবে” স্লোগান তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো। একইভাবে ফুটবল নিয়ে তিনি বিজেপিকে হটানোর ডাক দিলেন। সেই সঙ্গে জানিয়ে দিলেন, ফের আসবেন উত্তরপ্রদেশে।

আরও পড়ুন:উত্তরপ্রদেশে বিজেপি হারলে দেশে বিজেপি হারবে: অখিলেশের হয়ে সুর তুললেন মমতা

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version