Saturday, August 23, 2025

একনজরে অখিলেশের সমর্থনে উত্তরপ্রদেশে প্রচার থেকে যা বললেন মমতা

Date:

Share post:

দলীয় প্রার্থী না থাকলেও এবার উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টিকে সমর্থন করছে তৃণমূল কংগ্রেস। একুশে বাংলার বিধানসভা ভোটের সময় একইভাবে সমাজবাদী পার্টির নেত্রী জয়া বচ্চন এসেছিলেন তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রচারে। সেই কৃতজ্ঞতাবোধ এবং দেশজুড়ে বিজেপি বিরোধীদের পালে হাওয়া তুলতে অখিলেশ যাদবের হয়ে প্রচারে ঝড় তুললেন তৃণমূল নেত্রী। একাধিক ইস্যুতে এদিন বিজেপি ও যোগী আদিত্যনাথকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

*একনজরে অখিলেশের সমর্থনে উত্তরপ্রদেশে প্রচার থেকে যা বললেন মমতা*

‘’বিজেপি মিছিল করতে পারলেও, বিরোধীদের অনুমতি দেওয়া হয় না। বাংলার ভোটে তৃণমূলের হয়ে প্রচার করেছেন কিরণময় নন্দ, জয়া বচ্চন। কিরণময়, জয়াকে তৃণমূলের প্রচারে পাঠানোর জন্য অখিলেশকে ধন্যবাদ’’।

‘‘বাংলায় ভোটের সময় তৃণমূলকে সমর্থন করেছিলেন অখিলেশ। তাই তাঁকে ধন্যবাদ। বিজেপিকে হঠাতে অখিলেশকে সমর্থন করুন‘’

‘‘অখিলেশ যাদব জিতলে বাংলা আর উত্তরপ্রদেশ মিলে শিল্প তৈরি হবে। আমরা একসঙ্গে পর্যটন শিল্পের উন্নতি করতে পারব’’।

‘‘১৫ তারিখ আমি বারাণসীতে যাব। ‘কুম্ভ মেলার মতো বাংলায় গঙ্গাসাগর মেলা হয়। উত্তরপ্রদেশ থেকেও প্রচুর মানুষ যান গঙ্গাসাগর মেলায়। আমরা কারও কাছে তাঁর ধর্ম জানতে চাই না’’

‘‘ভোটের পর বিজেপির কাউকে দেখা যায় না। ভোটের পর কোকিলের মতো উবে যায় বিজেপি’’

‘‘হাথরসের ঘটনার জন্য আগে মাফ চান, তারপর ভোট চাইবেন। উন্নাওয়ের ঘটনার জন্য আগে মাফ চাও।’’

‘‘পবিত্র গঙ্গায় লাশ ভাসিয়ে দেওয়া হয়েছিল। আমরা সেই লাশ তুলে তার সৎকার করেছি। কত মানুষের দেহ আপনারা গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন ?’‘ তাঁদের পরিবারের কাছে ক্ষমা চান আপানারা’’

‘‘কোভিডে যখন মানুষ মরছিল তখন যোগীজি কোথায় ছিলেন ? তখন আপনি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে গেছিলেন?’’

‘‘আমি শুনেছি স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রতিশ্রুতিই তো শুধু দিচ্ছেন। কোভিডে যে টিকা দিয়েছেন সে তো মানুষের টাকায়’’

‘‘উত্তরপ্রদেশে যে টাকা বিনিয়োগ হয়েছে বলছেন সেই টাকা কোথায় গেল? সেই অর্থ পিএম কেয়ারে গেছে, অডিট হবে না বলে ?”

‘‘কত পরিযায়ী শ্রমিক অনাহারে মারা গেছে। কোভিডে, কৃষক আন্দোলনে, এনআরসি আন্দোলনে বহু মানুষ মারা গেছে। তাদের সবার পরিবারের একজনকে রেলে চাকরি দিতে হবে, ম্যানিফেস্টোতে আগে সেকথা লিখুন’’

‘‘কোনও আইন মানেন না আপনারা। দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে দেব না’’

‘‘অখিলেশ যাদব জিতলে বাংলা আর উত্তরপ্রদেশ মিলে শিল্প তৈরি হবে। আমরা একসঙ্গে পর্যটন শিল্পের উন্নতি করতে পারব’’

‘‘সাতমাস আমাদের দেশের কৃষকরা রাস্তায় বসেছিলেন। মন্ত্রীর ছেলে গাড়ি নিয়ে তাদের পিষে দিয়েছে। তার জন্য অন্তত ক্ষমা চাওয়া উচিত’’

‘‘বিজেপি এখন ভারতের জন্য বিপজ্জনক রাজনৈতিক দল। মা-বোনরা যদি এককাট্টা হতে পারেন তাহলেই বিজেপিকে হারানো সম্ভব’’

আরও পড়ুন:উত্তরপ্রদেশে আবকি বার ৩০০ পার: সপার সমর্থনে বিজেপির পাল্টা স্লোগান তুললেন মমতা

spot_img

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...