Monday, May 5, 2025

Municipality Vote: বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁইথিয়া ও বজবজ পুরসভা তৃণমূলের দখলে

Date:

বুধবার, ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। আর সেখানেই দেখা গেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাঁইথিয়া (Sainthia) ও বজবজে (Budgedudge) পুরসভা গিয়েছে তৃণমূলের দখলে। সাঁইথিয়ার ১৬টি ওয়ার্ডের মধ্যে ১৩টি ওয়ার্ডে নেই কোনও বিরোধী প্রার্থী; ৩টি ওয়ার্ডে শুধু প্রার্থী দিয়েছিল বামেরা। কোনও ওয়ার্ডেই প্রার্থী দিতে পারেনি বিজেপি প্রার্থী। বিরোধীরা প্রার্থী দিতে পারেনি, সেটা তাদের সমস্যা। জেলায় কোথাও কোনও সন্ত্রাস হয়নি। প্রতিক্রিয়ায় জানান দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

২৭ তারিখের নির্বাচনের জন্য এদিনই ছিল রাজ্যের ১০৮টি পুরসভার ভোটে মনোনয়নের শেষ দিন। সেখানেই দেখা যায় সাঁইথিয়াতে বিনা লড়াইয়ে জয়ী হয়েছে তৃণমূল (Tmc)। ১৬টির মধ্যে ৩টি- ১, ৪, ১২ ওয়ার্ডে প্রার্থী দিয়েছে সিপিআইএম (Cpim)। কিন্তু কোথাও প্রার্থী দিতে পারেনি বিজেপি (Bjp)। এই কেন্দ্রে ম্যাজিক ফিগার ছিল ৯। সেখানে ১৩টি ওয়ার্ড তৃণমূলের দখলে। বাকি তিনটি কেন্দ্রে নিয়ম রক্ষার্থে ভোট হবে ২৭ ফেব্রুয়ারি।

আরও পড়ুন:Sanjay Raut: সরকার ভাঙতে সাহায্য না করলে জেলে ভরার হুমকি দিচ্ছে ইডি, অভিযোগ সঞ্জয় রাউতের

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার বজবজেও একাধিক ওয়ার্ডে বিরোধীরা প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। এই কেন্দ্রে ম্যাজিক ফিগার ছিল ১১। ২০টি ওয়ার্ডের মধ্যে ১৩টিতে প্রার্থীই দিতে পারেনি বিরোধীরা। ফলে বিনা লড়াইয়ে তৃণমূল ১৩টি ওয়ার্ড জয়ী। সেই কারণে এই বজবজে পুরসভাও চলে গিয়েছে শাসকদলের দখলে। বাকি ৭টি কেন্দ্রে ২৭ ফেব্রুয়ারি নিয়ম রক্ষার্থে ভোট হবে । খবর শুনে আনন্দে মেতে ওঠেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version