Thursday, August 21, 2025

গোয়ায় বিজেপির ডাবল ইঞ্জিন সরকার কী করেছে, প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

ডাবল ইঞ্জিন(double engine) সরকার থাকা সত্বেও বিজেপি গোয়ার মানুষের জন্য কি করেছে? তীব্র কটাক্ষের সুরে এবার প্রধানমন্ত্রীকেই(Prime Minister) এই প্রশ্ন করলেন সাংসদ ও গোয়ায়(Goa) দলের কো-ইনচার্জ সুস্মিতা দেব(Sushmita Dev)। বৃহস্পতিবার গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুস্মিতা বলেন, বিজেপি অনেক প্রতিশ্রুতি দিলেও গোয়ার জন্য কিছুই করেনি। গোয়াবাসী এবার পরিবর্তন চাইছে। মাত্র সাড়ে চার মাসে তৃণমূল কংগ্রেস(TMC) গোয়ার মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। তাদের মন জিতে নিয়েছে। গোয়াবাসী বুঝেছেন যে, তৃণমূল কংগ্রেসই ভবিষ্যতে তাদের উন্নয়নের দায়িত্ব নেবে। তৃণমূল কংগ্রেস কথা দিয়ে কথা রাখে।

গোয়াকে স্মার্ট সিটি বানানোর জন্য ৬০৮ কোটি টাকা ধার্য্য করা হয়েছিল। কিন্তু মাত্র ১৬ কোটি টাকা খরচ করেছে বিজেপি সরকার। তাও শুধু সৌন্দার্যায়নের জন্য। গোয়ায় সীমাহীন দূর্নীতি রোধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কোভিডের সময় অক্সিজেনের অভাবে মাত্র ৩ দিনে ৮০ জনের মৃত্যু হয়েছে। কী করেছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার? প্রশ্ন সুস্মিতা দেবের।

আরও পড়ুন:এবার ধর্ষণের মামলা দায়ের CBI-এর, রাজনৈতিক চক্রান্তের অভিযোগ সুফিয়ানের

গোয়ার তৃণমূল কংগ্রেস নেতা রাজেন্দ্র কাকোদকার বলেন, বিজেপি -কংগ্রেস হাত মিলিয়ে বিধায়ক কেনা বেচা করেছে। দূর্নীতি করেছে। গোয়ার স্থানীয় তৃণমূল কংগ্রেস নেত্রী প্রতিভা বোরকার প্রধানমন্ত্রীকে তাঁর দায়িত্ব মনে করিয়ে দিয়ে বলেন, উনি বেটি বাঁচাও বেটি পড়াওয়ের কথা বলেন। কিন্তু গোয়ায় যখন সিদ্ধি নায়কের মতো অল্প বয়সি মেয়েকে মরতে হয়। আইনশৃঙ্খলা চূড়ান্তভাবে অবহেলিত হয় তখনও গোয়ার মুখ্যমন্ত্রী একটি কথাও বলেন না। তখন প্রধানমন্ত্রী কি করেছেন?

সুস্মিতা দেব জানিয়েছেন, গোয়ায় তৃণমূল কংগ্রেস জিতলে এখানে অসাম্প্রদায়িক, দূর্নীতি মুক্ত স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা হবে। তৃণমূল কংগ্রেস সরকারের নেতৃত্বে আগামী পাঁচ বছরে গোয়ায় সুশাসন প্রতিষ্ঠিত হবে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...