দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে শনিবার কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূলনেত্রী

সোশ্যাল মিডিয়ায় নানা বক্তব্য, আলোচনা চলেছে দিনভর। তৈরি হয়েছে একাধিক সম্ভাবনা। এই পরিস্থিতিতে সবদিক যথাযথভাবে বজায় রাখতে শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে জরুরি বৈঠকে ডাকলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, শনিবার বিকেল ৫টায় কালীঘাটের বাড়িতে বৈঠক করবেন তিনি। ডাক পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ।

তাঁদের সকলকে নিয়ে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন দলনেত্রী। বড় কোনও সিদ্ধান্তও নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই নানা গুঞ্জন চলছে বঙ্গ রাজনৈতিক মহলে।

আরও পড়ুন- এই প্রথম পুর নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে ইএফআর

Previous articleএই প্রথম পুর নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে ইএফআর
Next articleSurajit Sengupta: অতি সঙ্কটজনক সুরজিৎ সেনগুপ্ত, হাসপাতালে দেখতে গেলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস