টিটাগড়ে বিস্ফোরণ, গুরুতর আহত ৪ বছরের শিশু

গুরুতর আহত অবস্থায় শিশুকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টিটাগড় (Titagarh) থানার অন্তর্গত এমজি রোড (MG Road) পুরানো বাজার এলাকায় আচমকা বিস্ফোরণ (Blast)। শনিবার, এলাকার বিশ্বকর্মা মন্দিরের পিছনদিকে খেলছিল ৪ বছরের শিশু। হঠাৎই বিকট আওয়াজ শুনে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয়রা। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। তার হাতে ও পায়ে গুরুতর চোট লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে আরজিকর হাসপাতালে (R G Kar Hospital) স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন: ভাটপাড়ায় অর্জুন-শিবিরে বড় ধাক্কা, টিকিট পেয়েও বিজেপি ছাড়লেন সাংসদের ঘনিষ্ঠ আত্মীয়রা

ঘটনাটিকে (Blast) কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ওই স্থানে বোমা কোথা থেকে এলো? এবিষয়ে পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসক-বিরোধীরা। কী করে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ।

 

Previous articleMadan Mitra : দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে মদন মিত্র! পাত্রী কে? 
Next articleবিধাননগরে উৎসবের মেজাজে ভোট, বুথ পরিদর্শন করে বললেন অদিতি মুন্সি