ফের বিয়ে করলেন মদন মিত্র ! এ নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন মদন। কিন্তু পাত্রী কে? পাত্রী তাঁর নিজেরই বিয়ে করা স্ত্রী।

লাল পাঞ্জাবি -সাদা ধুতি পরে মদন মিত্র সাত পাক ঘুরে নিজের স্ত্রীর গলাতেই মালা দিলেন। ভাবছেন তো, এ আবার হয় নাকি!
আসলে বিয়েটা হল ভ্যালেন্টাইন্স ডের জন্য শুট করা একটি প্রোমোশনাল ইভেন্টের অংশ হিসেবেই। সেই ইভেন্টেই মদন বিয়ে করলেন তাঁর নিজের স্ত্রীকেই। সঙ্গে ছিল তাঁর নাতিও। জমকালো লাল পোশাক পরে রীতিমতো মালা বদল করে উলুধ্বনির মধ্যে দিয়ে বিয়ে সারলেন মদন মিত্র।
