বিধাননগরের ৩৭ নম্বর ওয়ার্ডের ঘটনা নিয়ে রিপোর্ট চাইল কমিশন

west bengal state election commission

বিধাননগরের (Bidhannagar) ৩৭ নং ওয়ার্ডে বিজেপি-তৃণমূল প্রার্থীদের মধ্যে বচসা। হাতাহাতি। বুথে (West Bengal Municipal Election 2022) দাঁড়িয়েই বিধাননগরের পুলিশ কমিশনারকে ফোনে অভিযোগ জানালেন বিজেপি প্রার্থী। বিধাননগরের ৩৭ নং ওয়ার্ডের ঘটনা নিয়ে রিপোর্ট চাইল কমিশন। রিটার্নিং অফিসারকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। ৩৭ নং বুথে দফায় দফায় অশান্তি।

আরও পড়ুন: Municipal Election 2022 : সকাল থেকেই লম্বা লাইন, ভোট দিয়ে গৌতম দেব বললেন “গণতন্ত্রের উৎসব”

অন্যদিকে বিধাননগরের (Bidhannagar) ৫ নং ওয়ার্ডে ভুয়ো ভোটারদের তাণ্ডব। বুথে ঢুকে অন্যের নামে ভোট দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিধাননগর পুরনিগমের বাগুইআটি সংলগ্ন দশদ্রোণ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে জমায়েত, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ।

রাজ্যের চার পুরনিগমে চলছে ভোটগ্রহণ পর্ব।  বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি, আসানসোল।  কমিশন সূত্রে খবর, চার পুরনিগমের ভোটে মোতায়েন রযেছে ৯ হাজার পুলিশ। সশস্ত্র পুলিশ কর্মীর সংখ্যা সাড়ে ৫ হাজার করা হয়েছে। এমনকী, পুরভোটে (West Bengal Municipal Election 2022) এই প্রথম থাকছে STF ও EFR বাহিনী। বিধাননগরে পুরনিগমে বুথের সংখ্যা ৫২৩। চন্দননগরে ১৭৬। আসানসোল এবং শিলিগুড়িতে বুথের সংখ্যা যথাক্রমে ১১৮২ ও ৫০২। বিধাননগরে ভোট দেবেন ৪ লক্ষ ৪৬ হাজার ৭৪০ জন। চন্দননগরে ভোটার সংখ্যা ১ লক্ষ ৪৪ হাজার ৮৩৯। আসানসোলে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন  ৯ লক্ষ ৪২ হাজার ৯০ জন এবং শিলিগুড়িতে ৪ লক্ষ ২ হাজার ৮৯৫ জন।

 

Previous articleMunicipal Election 2022 : সকাল থেকেই লম্বা লাইন, ভোট দিয়ে গৌতম দেব বললেন “গণতন্ত্রের উৎসব”
Next articleকেন পুলিশের নোটিশ রিসিভ করলেন না বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল?