Child death – maldah : খেলতে গিয়ে ইটভাটার চৌবাচ্চায় পড়ে গিয়ে মৃত্যু দুই শিশুর

এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মালদহ । খেলার সময় ইটভাটার জলের চৌবাচ্চায় পড়ে গিয়ে মৃত্যু হল ২টি শিশুর। শিশু দুটির বাবা-মা বিহার থেকে পুরাতন মালদায় এসে শ্রমিকের কাজে যোগ দিয়েছিল। ছেলেদের হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাবা করণ তাঁতি ও মা কিরণ দেবী। বিহারের ভাগলপুরে বাড়ি তাঁদের। ২ ছেলেকে সঙ্গে নিয়ে ওই দম্পতি মাস তিনেক আগে পুরাতন মালদহের নলডুবি এলাকায় ইটভাটার শ্রমিকের কাজে আসেন।

অন্যান্য দিনের মতো শনিবারও ওই দম্পতি কাজে ব্যস্ত ছিলেন। কাজ করতে করতে ছেলেরা কোথায় খেলছে খোঁজ করেন নি। তারপর সন্ধেবেলা হয়ে গেলেও ছেলেদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাবা, মা। পরে চৌবাচ্চার মধ্যে ২ সন্তানকে খুঁজে পান। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসাপতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে জানান। শিশুদুটির নাম ঋত্বিক তাঁতি (‌৬)‌ ও রোশন তাঁতি(‌৫)‌। পরে তাদের দেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

 

Previous articleShilpa shetty-Fraud case : আর্থিক প্রতারণা: মা -বোন সহ শিল্পাকে আদালতে হাজিরার নির্দেশ
Next articleইউক্রেন ভ্রমণে আরবদেশগুলোকে সতর্ক বার্তা, দূতাবাস বন্ধ করল অস্ট্রেলিয়া