ইউক্রেন ভ্রমণে আরবদেশগুলোকে সতর্ক বার্তা, দূতাবাস বন্ধ করল অস্ট্রেলিয়া

ইউক্রেনে রুশ হামলার আশঙ্কায় উত্তেজনা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে ইউক্রেন ভ্রমণে নিজেদের নাগরিকদের সতর্ক করছে আরবদেশগুলো।

কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্দান, ইরাক, বাহরিন এবং সৌদি আরব তাদের নাগরিকদের এই ব্যাপারে ইতিমধ্যেই সতর্ক করেছে।
যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের হুমকি দেওয়া ঠিক হয়নি। সেক্ষেত্রে কিয়েভে মার্কিন দূতাবাস খালি করে দেওয়া উচিত।
ইউক্রেনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন । তিনি বলেছেন, ‘সবচেয়ে বড় শত্রু হলো আতঙ্ক।’

আরও পড়ুন- Hijab issue: হিজাব বিতর্কে কর্নাটক সরকারকে সমর্থন কেরলের রাজ্যপালের
যদিও রাশিয়া বরাবরই বলে আসছে, ইউক্রেনে আক্রমণ চালানোর কোনও পরিকল্পনা তাদের নেই। তবে মার্কিন কর্তারা গত সপ্তাহেই বলেছেন, ইউক্রেনে হামলার জন্য ৭০ শতাংশ প্রস্তুতি সেরে রেখেছে রাশিয়া।

Previous articleChild death – maldah : খেলতে গিয়ে ইটভাটার চৌবাচ্চায় পড়ে গিয়ে মৃত্যু দুই শিশুর
Next articleChief Minister: ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন অনন্ত মহারাজের অনুষ্ঠানে