Bjp: খড়্গপুরে বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব! দিলীপের উপস্থিতিতে দলীয় ইস্তেহার প্রকাশে অনুপস্থিত হিরণ

খড়গপুরে বিজেপির সাংসদ-বিধায়ক দ্বন্দ্ব!

খড়গপুরে ইস্তাহার প্রকাশ। উপস্থিত বিজেপির (Bjp) সর্বভারতীয় সহসভাপতি তথা স্থানীয় সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তবে, সেই অনুষ্ঠানে দেখা গেল না খড়গপুর সদরের বিধায়ক তথা অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায় (Hiranmoy Chatterjee) অর্থাৎ হিরণকে। তিনি নিজেও ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী। ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে জেলার বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন।

বেশ কিছুদিন ধরেই বেসুর হিরণ। জেলার বিজেপির কোন গুরুত্বপূর্ণ বৈঠকে তাঁকে ডাকা হয় না বলে অভিযোগ করেছিলেন তিনি। ছেড়েছিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপ। তারপর দলের অন্তর্দ্বন্দ্ব রুখতে পুরভোটের প্রার্থী করা হয়েছে তাঁকে। তবে তাতেও খড়গপুরে গেরুয়া শিবিরের অন্দরের কলহ মিটেছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

তবে, দ্বন্দ্ব মানছেন না ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী হিরণ। তাঁর কথায় প্রচারে ছিলেন বলেই তিনি উপস্থিত হতে পারেননি। উল্টে দিলীপ ঘোষ আসায় তাঁরা গর্বিত বলে মন্তব্য করেন হিরণ।

আরও পড়ুন- Behala Death: স্নান করতে গিয়ে পুকুরে তলিয়ে মৃত্যু! বেহালায় চাঞ্চল্য