৩ বছর আগে আজকের দিনেই জম্মু কাশ্মীরের(Jammu Kashmir) পুলওয়ামায় নৃশংস জঙ্গি হামলায়(Terror attack) শহিদ হয়েছিলেন ভারতীয় সেনার ৪০ বীর জওয়ান। ১৪ ফেব্রুয়ারি সেই কালো দিনকে স্মরণ করে পুলওয়ামায় শহিদ ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

সোমবার টুইটে শহিদ বীর জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “দেশের বীর সেনা বাহিনীর ওপর নৃশংস হামলাগুলির অন্যতম পুলওয়ামা জঙ্গি হামলা। দেশবাসী ভয়াবহ সেই দিন কখনো ভুলতে পারবে না। সমগ্র জাতি আপনাদের সাহসিকতাকে স্যালুট জানায়। আপনারা আমাদের হৃদয়ে বাস করেন। জয় হিন্দ।”

One of the most gruesome attacks that took away our valiant jawans – #PulwamaMartyrs will NEVER BE FORGOTTEN!
The entire nation SALUTES YOUR COURAGE. You live in our hearts. Jai Hind 🇮🇳
— Abhishek Banerjee (@abhishekaitc) February 14, 2022
অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও সেদিনের কথা স্মরণ করে এদিন টুইট করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। টুইটে তিনি লেখেন, “২০১৯ সালের এই দিনে পুলওয়ামায় শহিদ হওয়া জওয়ানদের শ্রদ্ধা জানাই। তাঁদের সাহসিকতা এবং আত্মত্যাগ প্রতি মুহূর্তে ভারতীয়দের অনুপ্রাণিত করে।”

আরও পড়ুন:লোকসভার সাফল্য অতীত, সবুজ ঝড়ে বিজেপির শোচনীয় পরাজয় আসানসোলে

উল্লেখ্য, ২০১৯ সালে আজকের দিনে ২৫০০ সিআরপিএফ জওয়ানের ৭৮টি কনভয় ৪৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে (Pulwama Terror Attack) জম্মু থেকে কাশ্মীর যাচ্ছিল। বিকেল ৩টে নাগাদ পুলওয়ামার লেথপোরা এলাকায় জওয়ানদের কনভয়ের দিকে ছুটে আসে বিস্ফোরক বোঝাই একটি জিপ। সিআরপিএফ জওয়ানের ৭৬ তম ব্যাটেলিয়ানের গাড়িকে ধাক্কা মারে ওই জিপটি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪০ জন জওয়ানের। আহত হন আরও অনেকে। তদন্তে উঠে আসে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের নাম। পুলওয়ামা হামলার পরেই ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলায় জড়িতদের নিকেশ করার অনুমতি দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীকে। এরপর মাঝে মাত্র বারো দিনের ব্যবধান। ২৬ ফেব্রুয়ারি। বালাকোটে হাতেনাতে বদলা নেওয়া হয় ১৪ ফেব্রুয়ারির জঙ্গি হামলার। মোক্ষম জবাব পায় জইশ-ই-মহম্মদ। বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইকে গুঁড়িয়ে যায় একের পর এক পাক মদতপুষ্ট জঙ্গি ঘাঁটি।
