Saturday, August 23, 2025

পুলওয়ামার ভয়াবহ স্মৃতি স্মরণ করে টুইটে শ্রদ্ধা অভিষেকের

Date:

Share post:

৩ বছর আগে আজকের দিনেই জম্মু কাশ্মীরের(Jammu Kashmir) পুলওয়ামায় নৃশংস জঙ্গি হামলায়(Terror attack) শহিদ হয়েছিলেন ভারতীয় সেনার ৪০ বীর জওয়ান। ১৪ ফেব্রুয়ারি সেই কালো দিনকে স্মরণ করে পুলওয়ামায় শহিদ ভারতীয় জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)।

সোমবার টুইটে শহিদ বীর জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “দেশের বীর সেনা বাহিনীর ওপর নৃশংস হামলাগুলির অন্যতম পুলওয়ামা জঙ্গি হামলা। দেশবাসী ভয়াবহ সেই দিন কখনো ভুলতে পারবে না। সমগ্র জাতি আপনাদের সাহসিকতাকে স্যালুট জানায়। আপনারা আমাদের হৃদয়ে বাস করেন। জয় হিন্দ।”

 

অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও সেদিনের কথা স্মরণ করে এদিন টুইট করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। টুইটে তিনি লেখেন, “২০১৯ সালের এই দিনে পুলওয়ামায় শহিদ হওয়া জওয়ানদের শ্রদ্ধা জানাই। তাঁদের সাহসিকতা এবং আত্মত্যাগ প্রতি মুহূর্তে ভারতীয়দের অনুপ্রাণিত করে।”

আরও পড়ুন:লোকসভার সাফল্য অতীত, সবুজ ঝড়ে বিজেপির শোচনীয় পরাজয় আসানসোলে

উল্লেখ্য, ২০১৯ সালে আজকের দিনে ২৫০০ সিআরপিএফ জওয়ানের ৭৮টি কনভয় ৪৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে (Pulwama Terror Attack) জম্মু থেকে কাশ্মীর যাচ্ছিল। বিকেল ৩টে নাগাদ পুলওয়ামার লেথপোরা এলাকায় জওয়ানদের কনভয়ের দিকে ছুটে আসে বিস্ফোরক বোঝাই একটি জিপ। সিআরপিএফ জওয়ানের ৭৬ তম ব্যাটেলিয়ানের গাড়িকে ধাক্কা মারে ওই জিপটি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪০ জন জওয়ানের। আহত হন আরও অনেকে। তদন্তে উঠে আসে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের নাম। পুলওয়ামা হামলার পরেই ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলায় জড়িতদের নিকেশ করার অনুমতি দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীকে। এরপর মাঝে মাত্র বারো দিনের ব্যবধান। ২৬ ফেব্রুয়ারি। বালাকোটে হাতেনাতে বদলা নেওয়া হয় ১৪ ফেব্রুয়ারির জঙ্গি হামলার। মোক্ষম জবাব পায় জইশ-ই-মহম্মদ। বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইকে গুঁড়িয়ে যায় একের পর এক পাক মদতপুষ্ট জঙ্গি ঘাঁটি।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...