ছাদনাতলায় ব্রেন ডেথ কনের, অঙ্গদানের অনন্য নজির পরিবারের

বিয়ের আনন্দমুখর মুহূর্তে বেজে উঠল বিষাদের সুর। নিজের বিয়ের অনুষ্ঠানে আচমকা মৃত্যু কনের। ব্রেন ডেথে প্রাণ যায় তরুণীর। দুঃখের মুহূর্তেই মেয়ের অঙ্গদানের সিদ্ধান্ত নেন বাবা-মা। ঘটনাটি ঘটেছে কেরলে।

কোলার জেলার শ্রীনিবাসপুরে চৈত্র কে আর নামের ২৬ বছর বয়সের এক তরুণীর বিয়ের রিসেপসনের অনুষ্ঠান চলছিল। সবাই তখন ব্যস্ত ছবি তুলতে। আচমকা অসুস্থ বোধ করে অচেতন হয়ে পড়ে যান তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দেন। কান্নায় ভেঙে পড়ে তরুণীর বাবা-মা সহ পরিবার পরিজনরা। এরপরই অঙ্গদানের সিদ্ধান্ত নেন পরিবার।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর শোকপ্রকাশ করে তরুণীর বাবা-মায়ের সিদ্ধান্তের। তিনি বলেন, ” চৈত্রর জীবনের খুব বড় দিন ছিল এটি। কিন্তু ভাগ্যের পরিকল্পনা অন্য কিছু ছিল। এমন হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। তা সত্ত্বেও যে তাঁর বাবা-মা অঙ্গদান করার সিদ্ধান্ত নিয়েছেন, তার প্রশংসা করতেই হয়। অঙ্গ অনেকের জীবন বাঁচাতে পারে।”

আরও পড়ুন- বিজেপি নিশ্চিন্ত হয়ে যাবে, কেন এমন বললেন রীতেশ?