১) আইএসএলে হার অব্যাহত এসসি ইস্টবেঙ্গলের । সোমবার কেরলা ব্লাস্টার্সের কাছে ১-০ গোলে হারল মারিও রিভেরার দল। কেরলের হয়ে একমাত্র গোলটি করেন এনেস সিপোভিচ।

২)ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে দু’-তিন হাজার দর্শক খেলা দেখার অনুমতি দিয়েছে বিসিসিআই । তবে তাঁরা কেউই সাধারণ দর্শক নন। স্পনসর এবং সিএবি-র অধীনে থাকা বিভিন্ন সংস্থার প্রতিনিধিদেরই খেলা দেখার বন্দোবস্ত করা হচ্ছে।


৩) একই রকম রয়েছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের। শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হল না প্রাক্তন এই ফুটবলারের। এখনও ভেন্টিলেশনে রয়েছেন তিনি। তবে প্রাক্তন এই ফুটবলারের কিছু পরীক্ষা করা হয়েছে।

৪) নতুন করে সাজানো হল জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। সোমবার টুইট করে জানানেল বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বোর্ড সচিব জয় শাহ।


৫) এবার গাটছড়া বাঁধতে চলেছেন অস্ট্রেলিয়া ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল । দীর্ঘদিনের বান্ধবী ভারতীয় বংশোদ্ভূত ভিনি রামনের সঙ্গে ২৭ মার্চ গাটছড়া বাধতে চলেছেন তিনি। বিয়ের অনুষ্ঠান মেলবোর্নে।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন
