Tuesday, August 26, 2025

মহানগরীতে(Kolkata) ফের মেট্রো(Metro) বিভ্রাট! বুধবার (Wednesday) কবি সুভাষগামী একটি মেট্রোর রেক থেকে হঠাৎই ধোঁয়া(smoke) দেখতে পান অফিসযাত্রীরা। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিষয়টি চালককে জানানো হলে তিনি অত্যন্ত তৎপরতার সঙ্গে শোভাবাজার মেট্রো(Sovabazar Metro) স্টেশনে ট্রেন থামিয়ে দেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা।

আরও পড়ুন: Accident-park circus : রেষারেষি করতে গিয়ে পার্ক সার্কাস ৪ নম্বর ব্রিজে বাস দুর্ঘটনা, আহত একাধিক

বুধবার দমদম (Dumdum)থেকে কবি সুভাষ(Kavi Subhash)গামী একটি মেট্রো যখন শ্যামবাজার ছেড়ে শোভাবাজার স্টেশনের দিকে যাচ্ছিল তখনই যাত্রীরা হঠাৎ মেট্রোর রেক থেকে ধোঁয়া বের হতে দেখেন। আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হয়। এরপর চালকের তৎপরতায় শোভাবাজার স্টেশনে ট্রেন পৌঁছতেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেওয়া হয় কবি সুভাষগামী মেট্রোকে। এরপর রেলকর্মীরা সবটা খতিয়ে দেখেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই মেট্রোর রেক থেকে ধোঁয়া বের হচ্ছে। কিন্তু সমস্যার উৎস কী, তা এখনও স্পষ্ট নয়। মেট্রো কর্তৃপক্ষের তরফে এখনও বিষয়টি নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয় নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মেট্রো রেলের উচ্চ পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা।

প্রাথমিকভাবে  গিরীশ পার্ক থেকে দমদম পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে গিরীশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্তও মেট্রো চলাচলে কোনও প্রভাব পড়েনি। তবে অফিস টাইমে মেট্রো বিভ্রাটে ভোগান্তির মুখে পড়েন নিত্য যাত্রীরা।

 

 

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version