Novak Djokovic: গ্র্যান্ডস্ল্যাম না জিতলেও ক্ষতি নেই, কিন্তু করোনার টিকা নেবেন না, এক সাক্ষাৎকারে এমনটা জানালেন জোকোভিচ

চলতি বছর করোনার টিকা না নেওয়ার কারণে অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করতে পারেননি জোকোভিচ।

করোনার টিকা নেবে নোভাক জোকোভিচ ( Novak Djokovic)। এদিন এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি। এতে গ্র্যান্ডস্ল্যাম না জিতলেও ক্ষতি নেই বলে জানালেন জোকার।

এদিন এক সাক্ষাৎকারে নোভাক জোকোভিচ বলেন,” আমি প্রতিষেধকের বিরুদ্ধে নই। কিন্তু আমার নিজের শরীরে কী প্রবেশ করতে পারে সেই স্বাধীনতা আমার থাকা উচিত। আমি সব সময় সেই মতকে সমর্থন করি। স্বাধীনতা বিসর্জন দিয়ে কোনও কিছুই করতে রাজি নই। প্রয়োজনে ট্রফি জেতার সুখ, আনন্দও ত্যাগ করতে পারি। আমি সেই মুল্য চোকাতে রাজি আছি।”

চলতি বছর করোনার টিকা না নেওয়ার কারণে অস্ট্রেলিয়ান ওপেনে অংশগ্রহণ করতে পারেননি জোকোভিচ। যার ফলে চলতি বছর তাঁর অনুপস্থিতিতে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জেতেন রাফায়েল নাদাল। রজার ফেডেরার এবং জোকোভিচের সংগ্রহে রয়েছে ২০টি গ্র্যান্ড স্ল্যাম।

আরও পড়ুন:PSG: চ‍্যাম্পিয়ন্স লিগে এমবাপের গোলে রিয়াল মাদ্রিদকে ১-০ হারাল পিএসজি

Previous articleঅবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া অসুখে প্রয়াত বাপ্পি লাহিড়ি, জানুন কী এই রোগ
Next articleBappi Lahiri:সোনাকে কেন ভগবান বলতেন বাপি লাহিড়ি, জানেন?