ইডেনে ওয়েস্ট ইন্ডিজের ( West Indies) বিরুদ্ধে প্রথম টি-২০ ( T-20) ম্যাচে ৬ উইকেটে জয় ভারতের ( India)। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল রোহিত শর্মার ( Rohit Sharma) দল। ম্যাচের সেরা রবি বিষ্ণোই।

ম্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুরন্ত ইনিংস খেলেন নিকোলাস পুরান। ৬১ রান করেন তিনি। ৩১ রান করেন কাইলি। ২৪ রান করে অপরাজিত অধিনায়ক পোলার্ড। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন হর্ষল প্যাটেল এবং রবি বিষ্ণোই। একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, দীপক চাহার এবং যুজবেন্দ্র চ্যাহাল।

জবাবে ব্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ভারত। ভারতের হয়ে দুরন্ত ব্যাটিং অধিনায়ক রোহিত শর্মা, ইশান কিষান এবং সূর্যকুমার যাদবের। ৪০ রান করেন রোহিত। ৩৫ রান করেন ইশান কিষান। ৩৪ অপরাজিত সূর্যকুমার। আজও ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি। ১৭ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেট নেন রোস্টন। একটি করে উইকেট নেন শেল্ডন কর্টেল এবং অ্যালেন।

আরও পড়ুন:Bengal: বৃহস্পতিবার রঞ্জি ট্রফির অভিযান শুরু করতে চলেছে বাংলা
