‘স্বাস্থ্যসাথী’-তে প্রতিস্থাপনের অস্ত্রোপচারে নয়া নির্দেশিকা, শুরু শোরগোল

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের (Calcutta National Medical College and Hospital) নয়া নির্দেশিকা নিয়ে শোরগোল। স্বাস্থ্যসাথীর (Swasthya Sathi) আওতায় যে কোনও প্রতিস্থাপনে অস্ত্রোপচারের ক্ষেত্রে এই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। স্বাস্থ্যসাথীর আওতায় থাকা রোগীর যে কোনও  প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার করার আগে নিতে হবে উচ্চতর কর্তৃপক্ষের অনুমতি।

জেনারেল সার্জারি, অর্থোপেডিক, নিউরো সার্জারি, ইউরোলজি, ইএনটি সহ সমস্ত বিভাগীয় প্রধানকে চিঠি দিয়ে জানানো হয়েছে, স্বাস্থ্যসাথীর (Swasthya Sathi) আওতায় থাকা রোগীর যে কোনও ধরনের প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচারের আগে উচ্চ কতৃপক্ষের অনুমতি নিতে হবে। অবিলম্বে নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসা সরঞ্জামের সরবরাহ যাতে ঠিক মতো হয় তা নিশ্চিত করতে এই নির্দেশিকা।

আরও পড়ুন: দাউদের হিটলিস্টে এবার নেতা থেকে ব্যবসায়ীরা! তৈরি বিশেষ বাহিনী, চাঞ্চল্যকর তথ্য NIA-র

চিকিৎসকদের একাংশের বক্তব্য, এই সিদ্ধান্ত অত্যন্ত হাস্যকর। যাঁর জরুরি অস্ত্রেপচারের প্রয়োজন, তিনি কি উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার জন্য অপেক্ষা করবেন? এর মাঝে যদি রোগীর শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে, তবে তার দায় কে নেবে?

এর আগে ন্যাশনাল মেডিক্যাল কলেজ (Calcutta National Medical College and Hospital) কর্তৃপক্ষের তরফে জারি করা এক নির্দেশিকায় বলা হয়, জরুরি বিভাগে আসা রোগীদের সর্বোচ্চ ৩ দিনের ওষুধ, আউটডোরে আসা রোগীরা পাবেন সর্বোচ্চ ৭ দিনের ওষুধ।

 

Previous articleTMC: দিনহাটায় গুলিবিদ্ধ তৃণমূল প্রার্থীর স্বামী, অভিযুক্ত বিজেপি নেতার নিরাপত্তারক্ষী!
Next articleপাঞ্জাব ভোটের আগে ফের ভিডিও বার্তায় ‘প্রচার’ মোদির, নির্বিকার নির্বাচন কমিশন