Tuesday, January 13, 2026

National: প্রাক্তন সেবি কর্তার তদন্তে সাধুর হদিশ, চিত্রাকে দিয়েছিলেন সমুদ্রস্নানের প্রস্তাব!

Date:

Share post:

সবই সাধুর কৃপা! তাঁর ইচ্ছেতেই উচ্চপদস্থ কর্তার নিয়োগ থেকে কর্মীদের পদোন্নতি সব সিদ্ধান্ত নিয়েছেন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (National Stock Exchange)বা এনএসই (NSE) প্রাক্তন এমডি-সিইও চিত্রা রামকৃষ্ণ (Chitra Ramakrishna)। এবার প্রকাশ্যে এল তাঁর আর হিমালয়ের সাধুবাবার(Saint) ইমেল(Email)। আর সেখানেই জানা গেল চুল বাঁধার পরামর্শ দেওয়া থেকে শুরু করে পরনের পোশাক,সব বিষয়েই সাধুর কথা মানতেন চিত্রা। তাঁরা দেখা করতেন ‘পবিত্র স্থানে’এমনকি হিমালয়ের সাধুবাবা (Saint)চিত্রাদেবি (Chitra Ramakrishna)কে নিয়ে সমুদ্রস্নানে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন বলেও সূত্রের খবর।

প্রসঙ্গত, ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত এনএসই-র এমডি-সিইও থাকাকালীন চিত্রা রামকৃষ্ণর (Chitra Ramakrishna)বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। ইতিমধ্যেই তিন কোটি টাকার জরিমানা করা হয়েছে চিত্রাকে। এবার এই মামলায় চিত্রার বাড়ি গিয়ে টানা ১২ ঘণ্টা জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই (CBI) সূত্রে খবর, বিগত ২০ বছর ধরে চিত্রা রামকৃষ্ণ তাঁর ব্যক্তিগত থেকে পেশাগত, সব বিষয়ে হিমালয়ের ওই সাধুর পরামর্শ নিতেন।সেবি (SEBI) জানতে পারে, ২০১৫ সালে একাধিক বার সাধুর সঙ্গে দেখা করেছেন চিত্রা। পাওয়া গিয়েছে একটি ই-মেল আইডি। যা সাধুর বলে জানিয়েছেন চিত্রা নিজেই। চিত্রার দাবি, সাধুবাবার আবাসস্থল হিমালয় হলেও তাঁর নির্দিষ্ট ঠিকানা নেই। যেখানে খুশি হাজির হতে পারেন তিনি। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, চিত্রাকে ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি একটি মেল করা হয়। ওই চিঠিতে প্রেরক লিখেছেন,পরের মাসে সিসিলি যাওয়ার জন্য তৈরি হচ্ছেন তিনি। চিঠিতে চিত্রাকে সমুদ্রস্নান উপভোগ করার আমন্ত্রণও জানানো হয়। ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি চিত্রাকে ওই একই আইডি থেকে আরও একটি মেল করা হয়। তাতে লেখা, ‘আজ তোমায় ভারি সুন্দর দেখাচ্ছে। বিভিন্ন রকম ভাবে চুল বাঁধবে তুমি। তাতে তোমায় আরও সুন্দর ও আবেদনময়ী লাগবে। এটা একটা বিনামূল্যের পরামর্শ। জানি তুমি মানবে। পারলে মার্চের মাঝামাঝি ফাঁকা থেকো।’এনএসই-র প্রাক্তন শীর্ষকর্তা চিত্রার দাবি এটা সেই সাধুর মেল আইডি। কিন্তু কেন এমন চিঠি? ক্রমাগত রহস্য বাড়ছে, তদন্তে সিবিআই।

spot_img

Related articles

অসুস্থ টুটু বোসকে সপরিবার হিয়ারিং নোটিশ! নির্বাচনে জবাব দেবে বঙ্গবাসী, তোপ কুণালের

নোবেল জয়ী অমর্ত্য সেন (Amartya Sen) থেকে অভিনেতা দেব (Dev), ক্রিকেটার মহম্মদ সামি, লক্ষ্মীরতন শুক্লা থেকে অভিনেতা অনির্বাণ...

বাংলায় এসআইআর নিয়ে দ্রুত শুনানি হোক, সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ আইনজীবীর 

ভোটার তালিকায় নিবিড় সংশোধনের (SIR)নাম করে হয়রান করা হচ্ছে বাংলার মানুষকে। মঙ্গলবার এক আইনজীবী এই বিষয়ে দ্রুত শুনানি...

ওটিটিতে আসছেন কৌশানী-শ্রাবন্তী, পুরুলিয়ায় পাড়ি একেনের 

২০২৬ এর বাংলা বিনোদন জগতে জুড়ে একের পর এক চমক। চলতি বছরে একাধিক বিগ বাজেট ছবি মুক্তির কথা...

আজ উত্তরবঙ্গে সভার আগে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেবেন অভিষেক 

'আবার জিতবে বাংলা' কর্মসূচিতে রাজ্যজুড়ে রণসংকল্প সভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার...