Assembly Election:পাঞ্জাবে শুরু ভোটগ্রহণ, উত্তরপ্রদেশে আজ তৃতীয় দফার ভোট

দেশের পাঁচ রাজ্যে দফায় দফায় চলছে ভোটগ্রহণ। আজ পাঞ্জাবে মোট ১১৭ আসনে ১ হাজার ৩০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। রাজ্যে মোট ভোটদাতার সংখ্যা ২ কোটি ১৪ লক্ষ।

আরও পড়ুন:Punjab Assembly Election 2022: রাত পোহালেই পঞ্জাবে ভোট, কোন দলের পাল্লা ভারী?

অন্যদিকে সাত দফার মধ্যে আজ উত্তরপ্রদেশে তৃতীয় দফায় মোট ১৬টি জেলায় ভোট গ্রহণ হবে। সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। মূলত বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে চলছে জোর টক্কর। তৃতীয় দফায় উত্তরপ্রদেশের ৫৯টি আসনে ভাগ্য নির্ধারণ হবে ৬২৭ জন প্রার্থীর। ১৬টি জেলার ২ কোটিরও বেশি ভোটার রয়েছেন। তৃতীয় দফায় ভোট হচ্ছে হাথরস, ফিরোজাবাদ, ফারুখাবাদ, এটার মতো জেলায়। আজ সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের ভাগ্য নির্ধারণ হবে। তিনি কারহল বিধানসভা কেন্দ্রে প্রার্থী। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী এস পি সিংহ বাঘেল।

Previous articleAtk Mohunbagan: কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে পিছিয়ে থেকেও ২-২ গোলে ড্র বাগান ব্রিগেডের
Next articleবিক্ষুব্ধরা ভোটে জিতলেও আর দলে ফিরতে পারবেন না স্পষ্ট বললেন সৌগত