শুরু কন‍্যাশ্রী কাপ, জয় দিয়ে অভিযান শুরু এস বি উইমেন্স এফ সি-র

এদিকে কন‍্যাশ্রী কাপের সব ম‍্যাচ পরিচালনা করবে মহিলা রেফারি। কন‍্যাশ্রী কাপে চ‍্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার এবং রানার্স দল পাবে ২৫ হাজার টাকা।

তিন প্রধান ছাড়াই সোমবার থেকে শুরু হয়ে গেল কন‍্যাশ্রী কাপ (Kanyashree Cup)। এদিন রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কন‍্যাশ্রী কাপের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ‍্যোপাধ‍্যায়, আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ‍্যায়, বেঙ্গল অলিম্পিক অ‍্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বন্দ‍্যোপাধ‍্যায়, বিধায়ক দেবাশিস কুমার, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত-সহ অনেকেই।

এদিকে এদিন, কন‍্যাশ্রী কাপের অভিযান জয় দিয়ে শুরু করল গত দুই বারের চ‍্যাম্পিয়ন এস এস বি উইমেন্স এফ সি। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে চাঁদনি স্পোর্টিং ক্লাবকে ৬-০ গোলে হারাল এসএসবি।

এদিকে কন‍্যাশ্রী কাপের সব ম‍্যাচ পরিচালনা করবে মহিলা রেফারি। কন‍্যাশ্রী কাপে চ‍্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার এবং রানার্স দল পাবে ২৫ হাজার টাকা। এছাড়াও প্রত‍্যেক ম‍্যাচে থাকছে ম‍্যান অফ দ‍্য ম‍্যাচের আর্থিক পুরস্কারও।

আরও পড়ুন:Srilanka Cricket: ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা শ্রীলঙ্কার