Wednesday, November 5, 2025

Agitation: বিশৃঙ্খলা তৈরির চেষ্টা! সিট গঠনের পরেও পথে নেমে বিক্ষোভ আলিয়া-যাদবপুরের পড়ুয়াদের

Date:

Share post:

আমতার (Amta) ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার ছাত্র বিক্ষোভ কলকাতার বিভিন্ন প্রান্তে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Alia University) ছাত্ররা মহাকরণ অভিযানের ডাক দেন। মল্লিকবাজার, পার্কসার্কাস হয়ে মহাকরণের দিকে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। মানববন্ধন করেন তাঁরা। কখনও রাস্তায় বসে, কখনও শুয়ে পড়েন পড়ুয়া। পুলিশের (Police) তরফ থেকে আইনশৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করে হলেও, পড়ুয়াদের বাধা দেয় হয়নি। আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Javadpur University) ছাত্র ধর্মঘটের ডাক দেয় এসএফআই (SFI)। বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট, সংশ্লিষ্ট বিভাগ ও অরবিন্দ ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee) আনিস রহস্যমৃত্যুর তদন্তে সিট গঠনের নির্দেশ দেন। সিট ইতিমধ্যেই গঠিত হয়েছে। তিন পুলিশ কর্মীকে সাসপেন্ডও করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে ন্যূনতম সময় লাগবে। সেখানে প্রশাসনকে না দিয়ে কেন এই বিক্ষোভ! তৃণমূল (TMC) মুখপাত্র, কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ছাত্রনেতার মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। যেখানে মুখ্যমন্ত্রী নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী বলেছেন, তিনিও জড়িত হলে ছাড় পাবেন না। সেখানে অযথা রাজনীতি না করে তদন্তকারীদের প্রয়োজনীয় সময় দেওয়া উচিত। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিশৃঙ্খলা সৃষ্টি করে শুধু মিডিয়ার দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলেছে। এতে তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...