প্যারোলে মুক্তি পেতেই ‘ধর্ষক’ রাম রহিমকে ‘জেড প্লাস’ নিরাপত্তা বিজেপি সরকারের

দুই মহিলাকে ধর্ষণ ও সাংবাদিক খুনে দোষী স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম(Gurmit Ram Rahim)। যাবজ্জীবন কারাদণ্ডের এই আসামি সম্প্রতি প্যারোলে মুক্তি পাওয়ার পর এবার তাকেই জেড প্লাস ক্যাটাগরির(Z Plus Security) সুরক্ষা দেওয়ার কথা ঘোষণা করল হরিয়ানার বিজেপি সরকার। সরকারের এহেন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। সরকার কিভাবে একজন অপরাধীকে এমন উচ্চপর্যায়ের নিরাপত্তা দিতে পারে?

ডেরা সচ্চা সওদার প্রধান রাম রহিমকে ২১ দিনের জন্য প্যারোলে সাময়িক মুক্তি দিয়েছে হরিয়ানার জেল কর্তৃপক্ষ। গত ৭ ফেব্রুয়ারি জেল থেকে মুক্তি পায় সে। এরপরই তাকে নিরাপত্তা দেওয়া ঘোষণা করে সরকার। সরকারের তরফে দাবি করা হয়েছে, প্রাণের ঝুঁকি রয়েছে রাম রহিমের। খলিস্তানপন্থীদের পরিকল্পনা রয়েছে তার উপরে হামলার, তাই এই সিদ্ধান্ত। যদিও তার মুক্তির পরই গুঞ্জন শোনা যাচ্ছে, পাঞ্জাবের ভোটে তাকে ব্যবহার করতে চাইছে বিজেপি। তাই এই উদ্যোগ। যদিও ভোটে তাকে ব্যবহারের দাবি বিজেপির তরফে খারিজ করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এদেশে এক্স, ওয়াই, ওয়াই প্লাস, জেড ও জেড প্লাস এই ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হয়। এর মধ্যে জেড প্লাস সর্বোচ্চ পর্যায়ের সুরক্ষা। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এই সুরক্ষা দেওয়া হয়। কিন্তু রাম রহিমের মতো অপরাধীকে এমন উচ্চ পর্যায়ের নিরাপত্তা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলে দিচ্ছে।

আরও পড়ুন:বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা ডোনেত্সক ও লুহানৎসকে স্বাধীন বলে স্বীকৃতি রাশিয়ার

উল্লেখ্য, ৫৪ বছরের রাম রহিম ২০১৭ সালে দোষী সাব্যস্ত হয় পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালতে। প্রথমে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেও পরে প্রাক্তন সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা মামলা এবং দুই অনুগামী মহিলাকে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে যাবজ্জীবনের সাজা শুনিয়েছে আদালত।