Sc EastBengal: হার অব‍্যাহত এসসি ইস্টবেঙ্গলের, মুম্বইয়ের কাছে ১-০ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড

মুম্বইয়ের হয়ে একমাত্র গোলটি করেন বিপিন সিং। এই হারের ফলে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে লাস্ট বয়ই থাকল মারিও রিভেরার দল।

ফের হার এসসি ইস্টবেঙ্গলের ( Sc EastBengal)। মঙ্গলবার মুম্বই সিটি এফসির( Mumbai City fc) কাছে ১-০ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। মুম্বইয়ের হয়ে একমাত্র গোলটি করেন বিপিন সিং। এই হারের ফলে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে লাস্ট বয়ই থাকল মারিও রিভেরার দল।

 

ম‍্যাচে এদিন শুরুটা ভালোই করে এসসি ইস্টবঙ্গল। প্রথমার্ধে মুম্বইকে চাপে রাখে মারিও রিভেরার দল। একের পর এক আক্রমণ চালায় লাল-হলুদ ব্রিগেড। কিন্তু গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে গোলশূন‍্য ড্র। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের চাপ বাড়ায় মুম্বই সিটি এফসি। যার ফলে ম‍্যাচের ৫১ মিনিটে গোল করে মুম্বইকে এগিয়ে দেন বিপিন। এরপর একাধিকবার আক্রমণে ঝাঁপায় ইস্টবেঙ্গল। কিন্তু গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় তারা।

আরও পড়ুন:Kl Rahul: মানবিক রাহুল, ১১ বছরের উঠতি ক্রিকেটারের অস্ত্রোপচারে আর্থিক সাহায্য ভারতীয় ব‍্যাটারের