মেঘালয়ে(Meghalaya) ১১ জনের রাজ্য কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস(TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) অনুমোদন সাপেক্ষে মেঘালয় রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে চার্লস পিনগ্রোপেকে। সহ সভাপতি হয়েছেন ৬ জন। সাধারণ সম্পাদক হয়েছে দুজনকে এবং যুগ্ম সম্পাদক রয়েছেন দুজন।

কয়েকমাস আগেই মেঘালয়ে বিরোধী দল হয়েছে তৃণমূল কংগ্রেস। দলের কর্মসমিতির বৈঠকের পরই দলের তরফে জানানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কমিটিতে ও সাংগঠনিক পদ ঘোষণা করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী মঙ্গলবার মেঘালয়ের রাজ্য কমিটি ঘোষণা করা হল।
