আনিস হত্যাকাণ্ড: ছুটিতে পাঠানো হল আমতা থানার ওসিকে, শুরু বিভাগীয় তদন্ত

কর্তব্যে গাফিলতির অভিযোগেই ছুটিতে পাঠানো হল ওসি দেবব্রত চক্রবর্তীকে

আমতার বাসিন্দা ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডে নয়া মোড়। অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হল আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে। কর্তব্যে গাফিলতির অভিযোগেই তাঁকে ছুটিতে পাঠানো হল বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, দেবব্রত চক্রবর্তীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে বলেও সূত্রের খবর।

এদিকে, আমতা থানার ওসির দায়িত্বে আনা হয়েছে কিঙ্কর মণ্ডলকে। এর আগে রাজ্য পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপের সদস্য ছিলেন কিঙ্করবাবু।

আরও পড়ুন:ত্রিপুরায় যুব তৃণমূলের বর্ধিত সভা, কবে থেকে প্রশাসনিক জেলায় শুরু হচ্ছে যুব সম্মেলন?

 

Previous articleAtk Mohunbagan: পিছিয়ে থেকেও ওড়িশা এফসির সঙ্গে ১-১ গোলে ড্র বাগানের
Next articleIndia Team: লঙ্কানদের ৬২ রানে হারাল রোহিত শর্মার দল, ম‍্যাচের সেরা ইশান কিষান