ত্রিপুরায় যুব তৃণমূলের বর্ধিত সভা, কবে থেকে প্রশাসনিক জেলায় শুরু হচ্ছে যুব সম্মেলন?

বৃহস্পতিবার ত্রিপুরা (Tripura Trinamool Congress) প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা হয়ে গেল। আগামী ২ মার্চ থেকে ৭ টি প্রশাসনিক জেলায় দলের যুব সম্মেলেন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সভায়। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোটা ত্রিপুরায় দলের সব স্তরের সংগঠনকে চাঙ্গা করতে চাইছেন ত্রিপুরা তৃণমূল নেতৃত্ব।

যুব নেতা বাপটু চক্রবর্তী (Baptu Chakraborty) জানান, কয়েকদিনের মধ্যেই আগামিদিনে ১১ দফা দাবিতে আন্দোলনে নামবেন তারা। ২ লাখ বেকারেরর চাকরি, ১০ হাজার ৩২৩ জন কর্মহারা শিক্ষকের বিকল্প পূনর্বাসন, ১০০ শতাংশ শূন্যপদে নিয়োগ সহ ১১ টি ইস্যুতে পথে নামবে ত্রিপুরা যুব তৃণমূল কংগ্রেস (Tripura Trinamool Congress)।

আরও পড়ুন-যুদ্ধ পরিস্থিতিতে মস্কো সফরে পাক প্রধানমন্ত্রী: বললেন, “কী দারুণ সময় এলাম!”

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সুবল ভৌমিক, ত্রিপুরায় দলের যুব তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির কনভেনর বাপটু চক্রবর্তী সহ স্থানীয় নেতৃত্ব। সুবল ভৌমিক বলেন, ১৫ দফা দাবিতে ত্রিপুরার বিভিন্ন জেলায় ডেপুটেশন দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তার মধ্যে চারজনের অবস্থা শোচনীয়। হাসপাতালে ভর্তি করতে হয়েছে। পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেছে বরাবরের মতো।

 

 

Previous articleIpl: ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল : সূত্র
Next articleAtk Mohunbagan: পিছিয়ে থেকেও ওড়িশা এফসির সঙ্গে ১-১ গোলে ড্র বাগানের