Ipl: ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল : সূত্র

আগেই জানা গিয়েছিল এবারের আইপিএল হবে মহারাষ্ট্রে। মুম্বই এবং পুনেতে হবে আইপিএলের সব ম‍্যাচ। মুম্বইয়ে হবে ৫৫টি ম্যাচ এবং পুনের মাঠে হবে ১৫টি ম্যাচ।

চলতি বছর ১০ দলে হতে চলেছে আইপিএল (IPL)। আর বৃহস্পতিবার ঠিক হয়ে গেল মেগা এই টুর্নামেন্টের দিনক্ষন। সূত্রের খবর, ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। এছাড়াও জানা যাচ্ছে সম্প্রচারকারী সংস্থার দাবি মেনে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড( BCCI)। বৃহস্পতিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এই নিয়ে একটি সংবাদমাধ্যমকে আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প‍্যাটেল বলেন, “২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল। কিছু দিনের মধ্যেই পুরো সূচি জানিয়ে দেওয়া হবে। এই বছর মাঠে দর্শকও থাকবে। রাজ্য সরকারের অনুমতি অনুযায়ী ২৫ অথবা ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন।”

আগেই জানা গিয়েছিল এবারের আইপিএল হবে মহারাষ্ট্রে। মুম্বই এবং পুনেতে হবে আইপিএলের সব ম‍্যাচ। মুম্বইয়ে হবে ৫৫টি ম্যাচ এবং পুনের মাঠে হবে ১৫টি ম্যাচ।

আরও পড়ুন:AFC Asian Cup: এশিয়ান কাপের গ্রুপ ডি-তে ভারত, যুবভারতীতে প্রথম ম‍্যাচে সুনীলদের মুখোমুখি কম্বোডিয়া

 

Previous articleযুদ্ধ পরিস্থিতিতে মস্কো সফরে পাক প্রধানমন্ত্রী: বললেন, “কী দারুণ সময় এলাম!”
Next articleত্রিপুরায় যুব তৃণমূলের বর্ধিত সভা, কবে থেকে প্রশাসনিক জেলায় শুরু হচ্ছে যুব সম্মেলন?