Friday, November 14, 2025

Kolkata Metro: সংকটে কলকাতা মেট্রো, বসে যাচ্ছে এসি রেক! ফিরতে পারে নন- এসি মেট্রো?

Date:

বন্ধ হতে পারে এসি মেট্রো(AC Metro)? ক্রমাগত চাকা ক্ষয়ে যাচ্ছে, পর পর বসে যাচ্ছে রেক! রাতারাতি সমস্যায় কলকাতা মেট্রোরেল (Kolkata Metro)। আগামি শনিবার শহরে আসছেন রেলমন্ত্রী(Railway Minister)।

ক্ষয়ে যাচ্ছে মেট্রোর চাকা, একের পর এক এসি মেট্রো বসে যাচ্ছে। কী কারণে এমন ঘটনা বুঝে উঠতে পারছে না মেট্রো কর্তৃপক্ষ। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, রাতারাতি সাতটি এসি রেককে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।প্রয়োজনে সাময়িক ভাবে নন-এসি রেক ফিরিয়ে আনার কথাও ভাবা হচ্ছে বলেই মেট্রো সূত্রে খবর।ইতিমধ্যেই চাকার স্বাস্থ্যের কথা মাথায় রেখে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর রুটের মেট্রোর বিভিন্ন অংশে গতিবেগ নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কলকাতা মেট্রোর পক্ষ থেকে।

Anis Case: আনিস মৃত্যুকাণ্ডে আজই ভবানীভবনে আমতা থানার ওসিকে তলব

নোয়াপাড়া (Noapara) থেকে দক্ষিণেশ্বর(Dakshineswar) যাওয়ার পথে বরাহনগর স্টেশনের (Baranagar Station)আগে গতিবেগ প্রায় ১৫ কিলোমিটার হবে বলে সূত্রের খবর। টালিগঞ্জ (Tollygung) থেকে কবি সুভাষের(Kavi Subhash) দিকে যেতে চড়াই পথে গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় ৩০ কিলোমিটারের নীচে বেঁধে দেওয়া হয়েছে। আধিকারিকদের একাংশের দাবি, বরাহনগর মেট্রো স্টেশনের বাড়তি উচ্চতা এবং বাঁকের কারণে ওই এলাকায় সবচেয়ে বেশি চাকার ক্ষয় হচ্ছে। পাশাপাশি ওই অংশের লাইনে ইস্পাতের গুঁড়ো পড়ে থাকার কথাও জানিয়েছেন মেট্রোর কর্মীদের একাংশ। তবে মেট্রোর রেকের চাকার সমস্যা, না লাইনের ত্রুটি তা নিয়ে ইতিমধ্যেই আলোচনায় মেট্রো রেল কর্তৃপক্ষ।

 

Related articles

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার...
Exit mobile version