পৌরসভায় অবাধ ভোট করতে “সিনিয়ার স্পেশাল অবজারভার” নিয়োগ কমিশনের

ভোট গ্রহণ পর্ব চলবে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত

west bengal state election commission

আজ, শুক্রবার বিকেলে ৫টায় শেষ হয়েছে পৌরসভা ভোটের প্রচার। আগামী রবিবার, ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার নির্বাচন। ভোট গ্রহণ পর্ব চলবে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

পৌরসভা ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন। তার জন্য ১০জন আইএএস অফিসারকে ‘সিনিয়র স্পেশাল অবজারভার” নিযুক্ত করল কমিশন। এর আগে ১৬জন স্পেশাল অবজারভার ও ১০৮জন অবজারভার নিযুক্ত করেছিল কমিশন। সিনিয়র স্পেশাল অবজারভাররা শনিবারেই নিজের নিজের জায়গায় দায়িত্ব নিয়ে চলে যাবেন।

Previous articleমোদির ভুল নীতির জন্য এক মেরুতে পাকিস্তান, চিন ও আমেরিকা: সরব রাহুল
Next articleআন্তর্জাতিক মহাকাশ স্টেশন ওড়ানোর হুমকি রাশিয়ার, ভারতের কপালে চিন্তার ভাঁজ