Bangladeshi Tourist : বুস্টার নেওয়া থাকলে ভারতে যেতে RTPCR রিপোর্ট লাগবে না

ভ্রমণ শেষে বাংলাদেশে ফিরে আসার সময় সে ভারত থেকে ৭২ ঘণ্টা আগের করা করোনা টেস্টের রিপোর্ট আনতে হবে।

খায়রুল আলম, ঢাকা

করোনা আবহে এবার টুরিস্টদের জন্য বড় ঘোষণা। বুস্টার ডোজ (Booster Dose) নেওয়া থাকলে এখন থেকে বেনাপোল (Benapole) দিয়ে ভারতে যেতে আর  ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষার করে তার রিপোর্ট নিয়ে যেতে হবে না।  শনিবার অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি সকালেই  এই বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের (Police Immigration) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু।

বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, যেসব যাত্রী করোনা টিকার দুটি ডোজ (Two Dose) নেওয়ার পর পরবর্তী বুস্টার ডোজ নিয়েছেন তাদের ভারতে যেতে হলে, তাদের আর ৭২ ঘণ্টা আগের আরটিপিসিআরের (RTPCR) রিপোর্ট লাগবে না।কিন্তু ভ্রমণ শেষে বাংলাদেশে ফিরে আসার সময় সে ভারত থেকে ৭২ ঘণ্টা আগের করা করোনা টেস্টের রিপোর্ট আনতে হবে।

এই প্রসঙ্গে ভারত ফেরত এক যাত্রী পরেশ বড়ুয়া বলেন, বুস্টার ডোজ দেওয়া থাকলে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় করোনা টেস্টের রিপোর্ট প্রয়োজন না হলেও ফেরার সময় টেস্ট রিপোর্ট দরকার। যদি দুই দেশে একই নিয়ম চালু হতো তাহলে সাধারণ যাত্রীরা অতিরিক্ত খরচের হাত থেকে খানিকটা হলেও রেহাই পেতেন।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগে কর্মরত ডা. জাহিদুর রহমান জাহিদ বলেন, ভারত থেকে আসার সময় ভারতীয় এবং বাংলাদেশি উভয় যাত্রীদের আগের মতো ৭২ ঘণ্টার আরটিপিসিআরের রিপোর্ট বাধ্যতামূলক।