ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী হৃদরোগে আক্রান্ত, ওয়ার্ডে স্থগিত ভোট

চিকিৎসাধীন অবস্থায় গতকাল, শুক্রবার তিনি হাসপাতালেই মৃত্যু হয় তাঁর

রবিবারই রাজ্যের ১০৭টি পৌরসভায় ভোটগ্রহণ। যেখানে ভোট নেওয়া হবে। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পৌরসভাতেও। শাসক দলের পক্ষ থেকে উৎসবের মেজাজে সকলকে ভোট দেওয়ার আবেদন করা হয়েছে। তবে ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডে ভোটের আগেই দুঃসংবাদ। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ওই ওয়ার্ডের সিপিএম প্রার্থী। ফলে সংশ্লিষ্ট ওয়ার্ডে স্থগিত করা হয়েছে ভোটগ্রহণ।

ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী ছিলেন বাবলি দে (৭০)। গত মঙ্গলবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রার্থী। হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় গতকাল, শুক্রবার তিনি হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

সিপিআইএমের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার প্রার্থী বাবলি দে হৃদরোগে আক্রান্ত হন। তারপর তিনি কলকাতার মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালে ভরতি হন। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন- Ukraine Baby: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে জন্ম নিল ‘স্বাধীনতা’, মেট্রো স্টেশনের সাবওয়েতে খুশির হাওয়া

 

Previous articleUkraine Baby: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে জন্ম নিল ‘স্বাধীনতা’, মেট্রো স্টেশনের সাবওয়েতে খুশির হাওয়া
Next articleAssembly: বিরোধিতা জিইয়ে রাখতে চাইছেন ধনকড়! মুখ্যমন্ত্রীর ফোনের পরেও অনড় রাজ্যপাল