Corona update: বড়সড় স্বস্তি! দেশে দৈনিক পজিটিভিটি রেট কমে ১ শতাংশ

একদিনে আক্রান্তের সংখ্যাটা এবার কমে ১০ হাজারের ঘরে।

করোনার কোপ কাটিয়ে প্রতিদিন সুস্থ হচ্ছে দেশ।বেশ কিছুদিন ধরেই নিম্নমুখী দেশের দৈনিক করোনা(Corona) আক্রান্তের সংখ্যা। এবার মিলল বড়সড় স্বস্তি! একদিনে আক্রান্তের সংখ্যাটা এবার কমে ১০ হাজারের ঘরে। পজিটিভিটি রেট (Positivity rate)অনেকটাই নিম্নমুখী, এই মূহুর্তে মাত্র ১ শতাংশে।

স্বাস্থ্য মন্ত্রকের (health ministry)দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৭৩ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ২২ লক্ষ ৯০ হাজার ৯২১ জন। রেকর্ড বলছে সুস্থতার হার ৯৮.৫৪ শতাংশ।

দেশে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৪৩ জন। মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ১৩ হাজার ৭২৪ জন। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ৪৭২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ কেস কমেছে ১০ হাজারের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে এখনও পর্যন্ত প্রায় ১৭৭ কোটি ৪৪ লক্ষের বেশি করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন ২৪ লক্ষের বেশি মানুষ।

 

 

Previous articleBhatpara: অর্জুনের ‘দাদাগিরি’তে অশান্তি ভাটপাড়ায়: পুলিশকে ধাক্কা বিজেপি সাংসদের
Next articleKamarhati: বিরোধীদের আক্রমণ: কামারহাটিতে আহত তৃণমূলের প্রার্থী-এজেন্টরা, কমিশনে অভিযোগ শাসকদলের