FIFA expels Russia: ইউক্রেন আক্রমণের জের, কাতার বিশ্বকাপ থেকে বহিষ্কৃত রাশিয়া

ইউক্রেন আক্রমণের জের। পুতিনের দেশ রাশিয়াকে ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ থেকে বহিষ্কার করল ফিফা। পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে না রাশিয়া।

ফিফার পাশাপাশি উয়েফাও রাশিয়ার সমস্ত ক্লাবকে সাসপেন্ড করেছে। এ দিনই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তরফে সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা থেকে রাশিয়া এবং বেলারুশের ক্রীড়াবিদদের বাদ দেওয়ার আবেদন জানিয়েছিল। তার পরেই এই সিদ্ধান্তের কথা জানায় ফিফা এবং উয়েফা।

প্রসঙ্গত পোল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র, ইংল্যান্ড আগেই জানিয়ে দিয়েছিল তারা রাশিয়ার বিরুদ্ধে কোনও ম্যাচ খেলবে না। অন্যদিকে ফ্রান্স দাবি জানিয়েছিল রাশিয়াকে বাদ দিয়েই বিশ্বকাপের আয়োজন করার। সব মিলিয়ে ইউরোপীয় ফুটবল শক্তিধর দেশগুলি রাশিয়াকে একঘরে করার দাবিতে রীতিমতো এককাট্টা হয়েছিল। এবার নড়েচড়ে বসল ফিফাও। বিশ্বকাপ থেকে রাশিয়াকে ছেঁটে ফেলার ঘোষণা করল ফিফা। কয়েকদিন আগেই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সরিয়ে দেয় উয়েফা। সব মিলিয়ে ফুটবল বিশ্বে এই মুহূর্তে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ল পুতিনের দেশ!

এই মুহূ্র্তে ২০২২ সালের কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচ খেলছিল রাশিয়ার জাতীয় ফুটবল দল৷ আগামী ২৪ মার্চ প্লে অফ পর্বে সেমি ফাইনাল ম্যাচ খেলার কথা ছিল তাদের৷

আরও পড়ুন- Abhishek: ত্রিপুরার অগ্নিদগ্ধ শিশুর পাশে অভিষেক, চিকিৎসা শুরু এসএসকেএম-এ

Previous articleজঙ্গিপুর ইভিএম ভাঙচুর কাণ্ডে গ্রেফতার ১১
Next articleBreakfast News:ব্রেকফাস্ট নিউজ