ছাত্রনেতার মৃত্যু নিয়ে অযথা রাজনীতি, পাল্টা পথে নামছে TMCP

বুধবার, রাজপথে মিছিল করবে TMCP।

ছাত্রনেতা আনিস খানের মৃত্যু নিয়ে ঘোলা জলে মাছ ধরছে বাম-কংগ্রেস। এর প্রতিবাদে এবং হত্যার তদন্ত দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বুধবার, ফের মিছিল (TMC Rally) করবে TMCP। দুপুরে, মধ্য কলকাতায় মিছিল করা হবে বলে জানান তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

আরও পড়ুন: কড়া নিরাপত্তার মধ্যে রাজ্যের দু’টি বুথে ফের হল ভোটগ্রহণ

মঙ্গলবারও বিশাল পদযাত্রা করে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। ৫০ হাজার ছাত্র-ছাত্রী-যুবরা মিছিলে পা মেলান। সেখান থেকে তাঁরা তাঁদের বার্তা দেন। কিন্তু তারপরেও আনিসের মৃত্যু নিয়ে রাজনীতি বন্ধ হচ্ছে না। অযথা পরিস্থিতি উপ্তত্ত করে তোলার চেষ্টা চলছে। এর প্রতিবাদেই ফের পথে নামছে TMCP।

 

Previous articleIPL 2022: হার্দিককে ধন্যবাদ দিয়ে নাম তুলে নিলেন জেসন রয়
Next articleযুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে দেশ ফিরলেন দুই বাঙালি পড়ুয়া