Birbhum:বীরভূম পুরভোটে সবুজ ঝড়, ১টি আসনে মুখরক্ষার জয় বামেদের

গণনার শুরুতেই বীরভূমে সবুজ ঝড়। জেলার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই জয়ী হয় তৃণমূল। তবে এরইমধ্যে একটি ওয়ার্ডে মুখ রক্ষার জয় পেল বামেরা। বিজেপিকে শূন্য করে জেলার পাঁচটি পুরসভার ৯৩টি ওয়ার্ডের মধ্যে ৯২টি তৃণমূল দখল করেছে তৃণমূল। শুধুমাত্র রামপুরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে নিকটতম প্রতিদ্বন্দ্বিকে হারিয়ে জয়ী হন বাম প্রার্থী সঞ্জীব মল্লিক।

আরও পড়ুন: পাহাড়ে শূন্য বাম – বিজেপি, দার্জিলিং পুরসভা দখল হামরো পার্টির


বীরভূম জেলার সিউড়ি, সাঁইথিয়া ,দুবরাজপুরের ও বোলপুর পুরসভায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস। এই চার পুরসভায় একক সংখ্যাগরিষ্টতা পায় তৃণমূল।

অন্যদিকে রামপুরহাট পুরসভার ১৮টি ওয়ার্ডের মধ্যে ৫টিতে আগেই জয়লাভ করে তৃণমূল। ১৩টি ওয়ার্ডে ভোট হয়। সেই ১৩টির মধ্যে ১২টিতেই সংখ্যাগরিষ্টতা পায় তৃণমূল। তবে একটি ওয়ার্ডে সিপিএম প্রার্থী সঞ্জীব মল্লিক জয়লাভ করেন।