Thursday, November 13, 2025

Shah Rukh Khan: প্রথম ঝলকে ধরা দিয়েও আবছা রয়ে গেলেন ‘পাঠান’ শাহরুখ খান

Date:

Share post:

আবছা রয়ে গেল তাঁর চেহারা, শুধু দেখা গেল চেনা স্টাইলে হেঁটে আসা আর চির পরিচিত কণ্ঠস্বর ” একটু অপেক্ষা করুন, পাঠানের(Pathan) সঙ্গে আলাপ হবে খুব শিগগিরি।”এভাবেই চার বছর পর বড় পর্দায় কিং খানের(King Khan)আবির্ভাব। মুক্তি পেল বলিউড বাদশা শাহরুখ খানের(Shah Rukh Khan) আগামি ছবি ‘পাঠান’-এর প্রথম ঝলক। টিজার শুরু হয় জন আব্রাহাম (John Abraham) আর দীপিকা পাড়ুকোনকে(Dipika padukone) দিয়ে। ধর্ম নেই, জাত নেই, তাই নামও নেই। তাহলে কী ভাবে ‘পাঠান’ (Pathan)হলেন তিনি? শাহরুখ খানের কথায়, উত্তর জানতে একটু অপেক্ষা করতে হবে অনুরাগীদের।

Actress Srabanti : চেন -বাঁধা বেজি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি, বিপাকে শ্রাবন্তী

বুধবার দুপুরে নেটমাধ্যমে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবি ‘পাঠান’ (Pathan)এর প্রথম ঝলক পোস্ট করে শাহরুখ লেখেন, “জানি দেরি হয়ে গিয়েছে, কিন্তু তারিখটা মনে রাখুন। পাঠানের সময় শুরু হল, এখন। ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে দেখা হবে আপনাদের সঙ্গে।”

হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। চার বছর পরে ফের বড় পর্দায় শাহরুখকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এসআরকে (SRK)এর ফ্যানেরা। তবে দর্শকের সামনে এলেন না তিনি। যতই অনুরাগীরা তাঁর ছবিতে লম্বা চুল, দাড়ি বসিয়ে প্রতিক্ষায় মত্ত হোন না কেন, বলিউডের(Bollywood) ‘কিং’ এখনই ধরা দেবেন না। গুপ্তচরের ভূমিকায় যেন এখন থেকেই অবতীর্ণ হয়ে গেছেন বাদশা।

যেদিন ছবির ঝলক সামনে এল, ঘটনাচক্রে সেদিনই অর্থাৎ বুধবারই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র একটি তদন্তকারী দল (এসআইটি) জানিয়েছে, মাদক মামলা বা আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে কোনও ভাবে যুক্ত নন শাহরুখের ছেলে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আরিয়ান যে মাদক নেওয়া বা মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, এমন কোনও প্রমাণ নেই। তাই একসাথে ডবল খুশি ‘মন্নত’ মালিকের জীবনে।’পাঠান’ এর যে ভিডিও শেয়ার করা হয়েছে তাতে শাহরুখ স্পস্ট ভাবে ধরা না দিলেও, জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন দর্শকদের সামনে এলেন। পরিচয় করালেন ‘পাঠান’-এর সঙ্গে। জানালেন ভারতই তাঁর ধর্ম, ভারতের কল্যাণই তাঁর কর্ম। আসছে সেই ‘পাঠান’।

 

spot_img

Related articles

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...