দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে দেশের মাটিতে জুন মাসে টি-২০ (T-20) সিরিজ খেলতে চলেছে ভারত (India)। আগামী ৯ জুন থেকে ১৯ জুন সিরিজ হওয়ার কথা। জানা গিয়েছে, কটক, বিশাখাপত্তনম, দিল্লি, রাজকোট এবং চেন্নাইয়ে হবে এই ম্যাচগুলি।

চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপ। তার আগে এই সিরিজ নিজেদের কাছে ঝালিয়ে নেওয়ার পালা ভারতীয় দলের। আইপিএলের পরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে নামবেন রোহিত শর্মারা। গতবছরের শেষে এবং এবছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার মাটিতে গিয়ে টেস্ট এবং এক দিনের সিরিজ খেলেছিল ভারত। দু’টি সিরিজেই হেরেছিল তারা। ফলে এই সিরিজে তাদের কাছে প্রতিশোধ নেওয়ার সুযোগ।
আরও পড়ুন:Bcci: বোর্ড প্রশাসনে রদবদল, নতুন জেনারেল ম্যানেজার হতে চলেছেন আবে কুরুভিল্লা
