Uttarpradesh Assembly Election:আজ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ষষ্ঠ দফার ভোটগ্রহণ

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে আজ ষষ্ঠ দফার ভোটগ্রহণ। রাজ্যের মোট ১০টি আসনের ৫৭ আসনে ভোটগ্রহণ। সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সন্ধে ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব।ষষ্ঠ দফায় প্রায় দুই কোটি ১৪ লক্ষ ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এই দফায় অম্বেডকরনগর, বলরামপুর, বস্তি, সন্তকবীরনগর, মহারাজগঞ্জ, গোরক্ষপুর, কুশীনগর, দেওরিয়া ও বালিয়া জেলার ৫৭ আসনে আজ ভোট গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

এই দফার ভোটেই প্রথমবার বিধানসভা নির্বাচনের লড়াইয়ে অবতীর্ণ যোগী আদিত্যনাথের নির্বাচন কেন্দ্র গোরক্ষপুরে ভোটগ্রহণ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন সমাজবাদী পার্টির সুভাবতী শুক্লা ও আজাদ সমাজ পার্টির সভাপতি চন্দ্রশেখর আজাদ সহ আরও কয়েকজন প্রার্থী। অম্বেডকরনগরে কটহরি বিধানসভা আসনে বিএসপির প্রাক্তন বিধায়ক তথা শীর্ষ নেতা লালজী বর্মা এবার সমাজবাদী পার্টির টিকিটে ভোটে লড়ছেন। এই জেলারই আকবরপুরে বিএসপি-র প্রাক্তন প্রদেশ সভাপচি রাম অচল রাজভরও এবার সমাজবাদী পার্টির তরফে ভোটে লড়ছেন। সিদ্ধার্থনগর জেলার বাঁসি আসনে এবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী জয় প্রতাপ সিংহর লড়াই। এই জেলার ইটওয়া আসনে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা সমাজবাদী পার্টির প্রার্থী মাতাপ্রসাদ পান্ডের সঙ্গে লড়াই চলছে বিজেপি নেতা সতীশ চন্দ্র ত্রিবেদীর।

Previous articleBreakfast News: ব্রেকফাস্ট নিউজ
Next articleBreakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস