প্রার্থনা চলাকালীন পাক মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৩০ আহত বহু

ভয়াবহ জঙ্গি হামলায়(Terror Attack) ফের রক্তাক্ত পাকিস্তান। শুক্রবার নামাজ চলাকালীন পেশোয়ারের(Peshwar) এক মসজিদে বিস্ফোরণের(Blust জেরে মৃত্যু অন্তত ৩০ জনের। আহত হয়েছেন ৫০ জনের বেশি। যদিও ভয়াবহ এই জঙ্গি হামলার পিছনে কোন সংগঠনের হাত রয়েছে তার অবশ্য জানা যায়নি। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

জানা গিয়েছে, পেশোয়ারের কিসা খোয়ানি বাজার এলাকার জামিয়া মসজিদে প্রতিদিনের মতো এদিনও নামাজ পড়তে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। স্থানীয় সূত্রে খবর, প্রার্থনা চলাকালীন হঠাৎ প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশে কয়েক কিলোমিটার পর্যন্ত শোনা যায় শব্দ। মুহুর্তের মধ্যে প্রার্থনা স্থল পরিণত হয় ধ্বংসস্তূপে। চারিপাশে পড়ে থাকতে দেখা যায় রক্তাক্ত ক্ষত-বিক্ষত মৃতদেহ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল ও পুলিশ। অন্তত ৩০ জনের মৃতদেহ এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত হয়েছেন পঞ্চাশের বেশি মানুষ। মৃতদের তালিকায় রয়েছেন এক পুলিশ কর্মীও।

Previous articleIndia Team: বাহরিনের বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচের জন‍্য ৩৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের
Next articleযাত্রী বোঝাই চলন্ত ট্রামে আগুন, কোনওরকমে প্রাণে বাঁচলেন যাত্রীরা