Friday, November 28, 2025

একা লড়ে ঘুরে দাঁড়াচ্ছে দল, CPIM-এর কলকাতা জেলা সম্মেলনে একলা চলার পক্ষে সওয়াল

Date:

Share post:

ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দল। জোট না করেই সাফল্য আসছে। তাই এবার একলা চলার দাবি উঠল সিপিআইএমের (CPIM)পার্টির কলকাতা জেলা সম্মেলনে। যে বিপর্যয় হয়েছিল একুশের বিধানসভা নির্বাচনে, তার থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দল। অন্তত, গত কয়েকটি পুরভোটে সেই বার্তাই দিচ্ছে। আর সেই সাফল্য আসছে একা ভোটে লড়ে। শেষ ১০৮ টি পুরসভা ভোটে যেখানে বিজেপি-কংগ্রেসের (BJP-Congress) হাত খালি, সেখানে বামেদের শিকে ছিঁড়েছে একটি পুরসভায়। আশার পারদ চড়েছে বাম কর্মী-সমর্থকদের। আর সেই কারণে, CPIM-র কলকাতা জেলা সম্মেলনের দ্বিতীয় দিনে পার্টির ভোট ম্যানেজারদের দিকে একের পর এক প্রশ্নবাণ ধেয়ে আসে। কেন সংযুক্ত মোর্চা গঠিত হয় একুশের নির্বাচনের আগে? জোট করে কী লাভ হল? সেই জোট কি এখনও আছে? এই প্রশ্নের উত্তরে কার্যত অস্বস্তিতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বা সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্ররা।

এদিন প্রতিনিধিরা জোটের বিরুদ্ধে রাজ্য নেতৃত্বের কাছে নিজেদের মত স্পষ্ট জানিয়ে দেন। বেশির ভাগেরই মত, কংগ্রেসের (Congress) সমর্থন করে সিপিআইএমের (CPIM) কোনও লাভ হয়নি। উল্টে বিরোধী ভোটের লাভ উঠিয়েছে বিজেপি (BJP)। ৭৭ আসন জিতে তারাই এখন বিধানসভায় প্রধান বিরোধী দল।

আরও পড়ুন-প্রদেশ কংগ্রেসকে গুরুত্ব দেয় না হাইকমান্ড: দলের মনোভাবে ক্ষুব্ধ অধীরদের নালিশ

তবে, শেষ কয়েকটি পুরভোটে অন্য দলের সঙ্গে জোট বাধেনি বামেরা। আর তার ফলেই দলের ভোট শতাংশ বেড়েছে বলে মনে করছেন সিপিআইএম-র নেতা-কর্মীরা। সেই কারণেই জেলা সম্মেলনে একলা চলার দাবি জানানো হয় বলে আলিমুদ্দিন সূত্রের খবর।

জোটে বামেরা যতটা সদর্থক ছিলেন, কংগ্রেসের ভোটাররা ততটা ছিলেন না বলে অভিযোগ করেন অনেক সিপিআইএম প্রতিনিধিরা। অভিযোগ, কংগ্রেস ভোটাররা নিজেদের ভোট বামেদের দেননি। সেই ভোট কখনও গিয়েছে শাসকদলের পক্ষে। আবার কখনও বিজেপির দিকে। ফলে জোটের লাভ হয়নি।

আইএসএফ-এর (ISF) সঙ্গে জোট করা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। এতে মানুষের মধ্যে ভুল বার্তা গিয়েছে অভিযোগ। সব মিলিয়ে জোট বিরোধী বার্তাই জেলা সম্মেলনের দ্বিতীয়দিনে দিয়েছেন প্রতিনিধিরা। ফলে আগামী দিনে সংযুক্ত মোর্চা নিয়ে রীতিমতো প্রশ্ন চিহ্ন আলিমুদ্দিনের অন্দরে।

 

spot_img

Related articles

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...