Ukraine Student: ইউক্রেন থেকে আসা পড়ুয়ার সঙ্গে দেখা করলেন লকেট

ডাক্তারি পড়ুয়াকে সাহস যোগালেন লকেট চট্টোপাধ্যায়।

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন (Ukraine) থেকে অবশেষে বাড়ি ফিরেছেন ব্যান্ডেল কৈলাশনগরের বাসিন্দা ডাক্তারি পড়ুয়া অনীক ঘোষ (Anik Ghosh)। রবিবার, বেলা দেড়টা নাগাদ তাঁর বাড়ি গিয়ে দেখা করেন হুগলি লোকসভার সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) ও বিজেপির (BJP) হুগলি জেলা সভাপতি তুষার মজুমদার (Tushar Majumder)।

এদিন অনীকের বাড়ি গিয়ে অনীক ও তার পরিবারের সঙ্গে কথা বলেন লকেট। জানতে চান ইউক্রেনের পরিস্থিতি। কীভাবে ফিরলেন ওই ছাত্ররা? ভারতে সরকারে অপারেশন গঙ্গার মাধ্যমেই ফেরেন অনীক। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হলে তারা যেন আবার ফিরে গিয়ে পড়া সম্পূর্ণ করতে পারেন সে বিষয়েও উৎসাহ দেন বিজেপি সাংসদ।

আরও পড়ুন:ভারতীয়দের উদ্ধারে হাঙ্গেরি থেকে শেষ বিমান কবে? নির্দেশিকা জারি দূতাবাসের

 

Previous articleভারতীয়দের উদ্ধারে হাঙ্গেরি থেকে শেষ বিমান কবে? নির্দেশিকা জারি দূতাবাসের
Next articleViral News:শিক্ষকের কাছে শাস্তি পেয়ে থানার দ্বারস্থ হল ক্লাস টু-এর এক খুদে পড়ুয়া!