Tuesday, August 26, 2025

প্যালেস্তাইনে ভারতীয় কূটনীতিকের দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

Date:

প্যালেস্তাইনে(Palastine) এক ভারতীয় কূটনীতিকের(Indian ambassador) মৃত্যুকে ঘিরে বাড়ছে রহস্য। রবিবার প্যালেস্তাইনের রামাল্লা শহরের দূতাবাস চত্বর থেকে উদ্ধার হয় ওই মৃতদেহ। এদিন এই মৃত্যুর তথ্য প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর(S jaishankar)। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্যালেস্তাইন। জানা গিয়েছে, মৃত ওই ভারতীয় কূটনীতিকের নাম মুকুল আর্য(Mukul Arya)।

এদিন এই তথ্য প্রকাশ্যে এনে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, প্যালেস্তাইনের রামাল্লা শহরের ভারতীয় দূতাবাসের প্রতিনিধি ছিলেন মুকুল আর্য। রবিবার দূতাবাস এলাকা থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ। যদিও কিভাবে তাঁর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। গোটা ঘটনার তদন্তে নেমেছে প্যালেস্তাইন সরকার। পাশাপাশি টুইটে তিনি লেখেন, “প্যালেস্তাইনে ভারতের প্রতিনিধি মুকুল আর্যের মৃত্যুতে আমরা শোকাহত। অত্যন্ত মেধাবী অফিসার ছিলেন তিনি। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা।”

আরও পড়ুন:বেনজির: বিজেপির পরিকল্পিত বিক্ষোভে অধিবেশনে চূড়ান্ত বিশৃঙ্খলা, সাংবিধানিক দায়বদ্ধতা পালন রাজ্যপালের

এদিকে এই মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর শোক প্রকাশ করেছেন প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং প্রধানমন্ত্রী মহম্মদ স্তেয়াহ। তাঁরা এই ঘটনার তদন্তের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের কূটনীতিবিদের বাসভবনে যাওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আশ্বাস দেওয়া হয়েছে, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য সরকার যা যা করণীয় সব করবে। পাশাপাশি ওই ভারতীয় কূটনীতিকের দেহ ভারতে ফেরানোর ব্যবস্থাও করা হচ্ছে। উল্লেখ্য, ২০০৮ সালের ইন্ডিয়ান ফরেন সার্ভিস ব্যাচের আধিকারিক ছিলেন মুকুল আর্য। এর আগে কাবুল, মস্কোর ভারতীয় দূতাবাসে কর্মরত ছিলেন তিনি।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version