যুদ্ধের ক্ষত সারিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বাজার, ৫৮১ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

🔹সেনসেক্স ৫৬,২৪৭.২৮ (⬆️ ০.৭০%)

🔹নিফটি ১৬,৭৯৩.৯০ (⬆️ ০.৮১%)

যুদ্ধের ক্ষত সারিয়ে অবশেষে ঘুরে দাঁড়াচ্ছে দেশের শেয়ারবাজার। বিগত কয়েকদিনে লাগাতার ধাক্কা খাওয়ার পর রক্তক্ষরণ সারিয়ে মঙ্গলবার কিছুটা ঘুরে দাঁড়ালো দেশের শেয়ারবাজার। এদিন ৫৮১ পয়েন্ট বাড়ল বাজার। মঙ্গলবার বাজার খোলার পর কিছুটা নিম্নমুখী হলেও দিনের শেষে ঘুরে দাঁড়ায় বাজার। সেনসেক্স বাড়ে ৫৮১ পয়েন্ট। পাশাপাশি নিফটি বেড়েছে ১৫০ পয়েন্ট।

অতীতের ধাক্কা সামলে মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৫৮১ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৫৮১.৩৪ পয়েন্ট বা ১.১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৩,৪২৪.০৯। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১৫০.৩০ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৬,০১৩.৪৫।

Previous articleফিরল স্বস্তি! অবেশেষে ইউক্রেন থেকে বাড়ি ফিরল দুর্গাপুরের যমজ বোন
Next articleকয়লা পাচারকাণ্ড: বিকাশ মিশ্রের জামিনের আবেদন খারিজ আদালতের