কয়লা পাচারকাণ্ড: বিকাশ মিশ্রের জামিনের আবেদন খারিজ আদালতের

কয়লা পাচারকাণ্ডে বিকাশ মিশ্রের (Bikash Mishra) জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। সোমবার আসানসোলের সিবিআই কোর্টে বিকাশের জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী সোমনাথ চট্টরাজ। মঙ্গলবার বিচারক রাজেশ চক্রবর্তী তা খারিজ করে দেন। আগামী ১৪ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে। ওইদিন কয়লাকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-বিধানসভায় রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ: স্পিকারকে তিন দিনের মধ্যে ডেকে পাঠালেন ধনকড়

বিকাশের আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, বিকাশ মিশ্র (Bikash Mishra) জুডিশিয়াল কাস্টডিতে রয়েছেন। বিকাশের পক্ষে সওয়াল করা হয়, সোমবার বিকাশের ৯১ দিন শেষ হয়েছে। তবে গ্রেফতারের ৯০ দিন পেরিয়ে গেলেও চার্জশিট দেওয়া হয়নি। তদন্তের কোনও অগ্রগতিও হয়নি। তাই বিকাশকে জামিন দেওয়া হোক। জামিনের বিরোধিতা করে সিবিআয়ের আইনজীবী। সেই জামিনের আবেদন নাকচ করে দেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী।


 

Previous articleযুদ্ধের ক্ষত সারিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বাজার, ৫৮১ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের
Next articleUP election 2022: ভোট গণনার আগে বারাণসীতে EVM চুরির বিস্ফোরক অভিযোগ অখিলেশের